ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লীতে ভোটব্যাংক হারিয়ে ছন্নছাড়া কংগ্রেস

প্রকাশিত: ০৩:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০১৫

দিল্লীতে ভোটব্যাংক হারিয়ে ছন্নছাড়া কংগ্রেস

দৃশ্য এক। সকাল ১০টা। পূর্ব দিল্লীর কোন্ডলি বাজার সংলগ্ন বুথ। আশপাশে একশ মিটারের মধ্যে কংগ্রেসের কোন বুথ অফিস নেই! পাশাপাশি দুই শিবিরে শুধু বিজেপি আর আপ-এর কর্মীরা! এমন অন্তত এক শ’ বুথে দলের কোন বুথ অফিস নেই বলে খবর এলো খোদ এআইসিসি কন্ট্রোল রুমে। দৃশ্য দুই। বেলা ১১টা। ইন্ডিয়া গেটের কাছে নির্মাণ ভবনের বুথে ভোট দিতে এলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর সঙ্গে দিল্লীর প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দ সিংহ লাভলি। দিল্লী গান্ধীনগরের কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন তিনি। অথচ লাভলির ভোটই নেই ওই বুথে! এর পরেও ভাল ফলের আশা করতে পারে কংগ্রেস? ভরাডুবি সত্ত্বেও গত বিধানসভা নির্বাচনে ২৫ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। আজ তামাম বুথ ফেরত সমীক্ষা জানিয়ে দিচ্ছে সেই ধস অব্যাহত। অনুমান, ৬ থেকে ১১ শতাংশ পর্যন্ত ভোট কমতে পারে কংগ্রেসের। কংগ্রেসের ওপর আস্থা হারিয়ে নিঃসন্দেহে সেই ভোটের বড় অংশ যাচ্ছে আম আদমি পার্টির (আপ) দিকে। -ওয়েবসাইট
×