ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার রাজপথে ব্যবসায়ী

প্রকাশিত: ০৩:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০১৫

এবার রাজপথে ব্যবসায়ী

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশব্যাপী বিএনপি-জামায়াতের লাগাতার হরতাল ও অবরোধ, অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা এবং যানবাহনে পেট্রোল দিয়ে মানুষ হত্যার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠন মানববন্ধন করেছে। এ ছাড়া সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলও পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। চলমান সহিংসতা বন্ধ ও সংলাপে বসার তাগিদ দিয়ে মানুষ হত্যা বন্ধ এবং সহিংসতা রুখতে সাদা পতাকা হাতে পৃথক মানববন্ধন করেছে ইসলামিক আন্দোলনও। বাংলাদেশ ফেডারেশন অব চেম্বারের (এফবিসিসিআই) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিভিন্ন জেলায় ব্যবসায়ীরা প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ রেখে জাতীয় সঙ্গীত বাজিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মসূচীতে অংশ নেন। ‘সবার আগে দেশ, দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও, জানমালের নিরাপত্তা চাই, ব্যবসার পরিবেশ চাই প্রভৃতি সেøাগান নিয়ে জাতীয় পতাকা হাতে মিছিলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহর অনুষ্ঠিত পৃথক এসব কর্মসূচীতে হরতাল ও অবরোধবিরোধী কর্সসূচীতে নানা শ্রেণী ও পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। নোয়াখালী ॥ শিল্প মালিক, ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা মাইজদীর টাউন হল চত্বরে জাতীয় পতাকা হাতে মানববন্ধন করেন। এতে ব্যবসায়ী সমিতি, পরিবহন শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন বক্তব্য রাখেন ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, আব্দুল ওয়াদুদ পিন্টু, ছাইফ উদ্দিন সোহান, বদিউল আলম, ইব্রাহিম খলিল মঞ্জু, দিদারুল আলম দিদার প্রমুখ। যশোর ॥ শহরের ১২টি স্থানে ব্যবসায়ীদের ২৫টি সংগঠন মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী এসএম হুমায়ুন কবির কবু, শহিদুল ইসলাম মিলন, মিজানুর রহমান, আতিকুর রহমান বাবু, আসাদুজ্জামান মিঠু, শামীম চাকলাদার বাবু, মুজিবর রহমান, সাইফুজ্জামান টিটো, আব্দুল মালেক প্রমুখ। এছাড়া ওষুধ, কাপড়, ইটভাঁটি, হাসপাতাল, মোটর পার্টস, আমদানি-রফতানিকারক, কালেক্টরেট কাপড় ব্যবসায়ীরা এ কর্মসূচীতে অংশ নেন। সাদা পতাকা হাতে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে মানববন্ধনে শতাধিক মুসল্লি অংশ নেন। রাজবাড়ী ॥ জাতীয় পতাকা হাতে নিয়ে ব্যবসায়ী ও জনতা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন ব্যবসায়ী কাজী ইরাদত আলী। এ ছাড়া গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, শিকদার আসজাদ হোসেন আজু, গণেশ চন্দ্র পাল, আব্দুল আউয়াল, শামীম শেখ, নজরুল ইসলাম, কুদ্দুসুল আলম। এতে একাত্মতা প্রকাশ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোয়ালন্দ শাখার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, ফজলুল হক, ব্যবসায়ী নেতা মোহাম্মদ ছিদ্দিক মিয়া, শিক্ষক এনায়েত হোসেন জাকির, সাংস্কৃতিক সংগঠন ‘একজ জাগরণ’ আহ্বায়ক সুজন সরওয়ার প্রমুখ। সাতক্ষীরা ॥ শহরের নিউ মার্কেট চত্বরে ব্যবসায়ীদের মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, দিনমজুর শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী নাছিম ফারুখ খান মিঠু, শেখ আজহার হোসেন, শেখ নুরুল হক প্রমুখ। শেরপুর ॥ মুক্তিযোদ্ধা মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ১৫ মিনিটের জন্য জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করে শহরের সকল শ্রেণীর ব্যবসায়ীরা। এছাড়া শহরের থানা মোড়ে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও জাসদসহ ১৪ দলীয় জোট। এতে অংশ নেন আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল, জাসদ নেতা মনিরুল ইসলাম লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবির রুমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গাইবান্ধা ॥ তুলশীঘাটে পেট্রোলবোমা মেরে শিশুসহ ৭ জনকে হত্যা ও হরতাল-অবরোধের প্রতিবাদে জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে ১৪ দলের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া, হুইপ, মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম হিরু, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ। এদিকে জেলা জজ কোর্ট আইনজীবী ও সরকারী আইন কর্মকর্তাদের মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বারের সভাপতি ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, পিপি এ্যাডভোকেট শফিকুল ইসলাম। এ ছাড়া গাইবান্ধা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজর উদ্যোগেও মানববন্ধন হয়। ঠাকুরগাঁও ॥ শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধনে ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন, আব্দুস সালাম হাওলাদার, অরুনাংশু দত্ত টিটো, শরিফুল ইসলাম, মামুনুর রশিদ, জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান প্রমুখ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা এবং অন্যান্য দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার অসংখ্য নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য দেন, সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সেলিনা জাহান লিটা, সাদেক কুরাইশী প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলা শহরের নিউ মার্কেট ও প্রেসক্লাবসংলগ্ন ক্লাব সুপার মার্কেট এলাকায় মানববন্ধন কর্মসূচীতে জেলার বিভিন্ন পেশার ব্যবসায়ী ও শিল্পপতিরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। পাবনা ॥ আব্দুল হামিদ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, চন্দন কুমার চক্রবর্তী, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, ওয়ার্কার্স পার্টির জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন। ঈশ্বরদী ॥ ঈশ্বরদী চাল কল মালিক গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ঈশ্বরদী-কুষ্টিয়া রোডে মানববন্ধন করেছে। এতে ব্যবসায়ী ফজলুর রহমান মালিথার, এমদাদুল হক, আব্দুল আজিজ ম-ল ও জুলমত হায়দার বক্তব্য দেন। একই সময় ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতিও বাজার রোডে জাতীয় পতাকা হাতে নিয়ে মানববন্ধন করেছে। এতে ব্যবসায়ী ইউনুছ আলী মিন্টু ও শফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিকেলে ১৪ দল বাজার রোডে মানববন্ধন করে। নীলফামারী ॥ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সংগঠন ও শিল্প কলকারখানার ব্যানারে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন ব্যবসায়ী সফিকুল আলম ডাবলু ও আব্দুল ওয়াহেদ সরকার। এদিকে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বর, চৌরঙ্গী মোড়ে জেলা ইসলামিক আন্দোলন বাংলাদেশের মানববন্ধনে কয়েক শ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন শেখ আব্দুস সামাদ, শাহিন ইসলাম, জহরুল ইসলাম, আব্দুল হক। এদিকে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চৌরঙ্গী মোড়ের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, আরিফা সুলতানা লাভলী, মুক্তিযোদ্ধা ফজলুল হক, সংস্কৃতি কর্মী আহসান রহিম মঞ্জিল, ইউপি চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুর রহমান রিন্টু প্রমুখ। কুড়িগ্রাম ॥ মানববন্ধনে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ব্যবসায়ী রওশন আমিন রিন্টু, মামুন মোল্লা, সফিকুল ইসলাম, খলিলুর রহমান, অলক সরকার, গিয়াস খান প্রমুখ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খলিলগঞ্জ বাজার থেকে কুড়িগ্রাম বাস টার্মিনাল পর্যন্ত মানব প্রাচীর তৈরি করে। এ সময় বক্তব্য রাখেন মোস্তাফিজার রহমান, মোকছেদুর রহমান, আমিনুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। ফুলবাড়িতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ শাখা ও সুধী সমাজ। এতে বক্তব্য দেন আহম্মদ আলী পোদ্দার রতন, আব্দুল খালেক, নুর মোহাম্মদ। কুড়িগ্রামে ১৪ দলীয় জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া শহরের জিরো পয়েন্ট শহীদ মিনার চত্বরে ১৪ দলে মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু ম-ল, জাফর আলী, এমদাদুল হক এমদাদ, অধ্যাপক ফিরোজ মোহাম্মদ ফারুক, রোবেল আলম ম-ল, আমিনুল ইসলাম, অধ্যক্ষ আব্রাহাম লিংকন, আমান উদ্দিন মঞ্জু, কাজিউল ইসলাম প্রমুখ। ঝালকাঠি ॥ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সালেহ উদ্দিন আহম্মেদ সালেক, মাহাবুব হোসেন, শাহ আলম শাহী, আফম আনোয়ার হোসেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অবস্থান কর্মসূচী হিসেবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য দেন খান সাইফুল্লাহ পনির, সুলতান হোসেন খান, এমএ বায়েজিদ। রূপগঞ্জ ॥ ব্যবসায়ী ও পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক পতাকা হাতে নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন। এতে বক্তব্য দেন জুলহাস আলী ভুইয়া, আমিনুল ইসলাম, আলমগীর আকন্দ মিন্টু, মনোয়ার হোসেন প্রমুখ। ঝিনাইদহ ॥ শহরের পোস্টঅফিস মোড়ে জেলা দোকান মালিক সমিতির ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা দোকান মলিক সমিতির সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভা মেয়র হাজি সাইদুল করিম মিন্টু, চেম্বর অব কমার্সের সভাপতি মীর নাসির উদ্দিন, হোটেল মালিক সমিতির সভাপতি আবিদুর রহমান লালু প্রমুখ। শরীয়তপুর ॥ শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ৫ কিলোমিটার মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মী ছাড়াও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন মোড়ল, আব্দুল মান্নান বেপারি, আব্দুল জব্বার রাঢ়ী, শিক্ষক মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুস সামাদ। সিরাজগঞ্জ ॥ শহরের এসএস রোডের দু’পাশে দাঁড়িয়ে সহিংস রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে বক্তব্য দেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, সাবেক প্রেসিডেন্ট সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এ ছাড়া শহরের এসএস রোডের ইলিয়ট ব্রিজের পশ্চিম পাশে জেলা আওয়ামী লীগ অফিস হয়ে ভিআইপি মোড় পর্যন্ত সড়কে ১৪ দলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, গণতন্ত্রী পার্টির সভাপতি রেজাউল করিম সূর্য, বিএমএর সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, স্বাচিব সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক আলম, ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানী প্রমুখ। হবিগঞ্জ ॥ শহরের এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে মানববন্ধনে জেলার শত শত ব্যবসায়ী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, চেম্বার সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, পরিচালক আতাউর রহমান সেলিম, ব্যবসায়ী দুলাল সূত্রধর, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহবাজ চৌধুরী। মানিকগঞ্জ ॥ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুদেব সাহা, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পরিচালক সুলতানুল আজম খান আপেল, বাজার বণিক সমিতির সভাপতি গাজী খায়রুল হুদা ফারুক প্রমুখ। এ ছাড়া বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে ১৪ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও আওয়ামী লীগ নেতা তায়েবুর রহমান টিপু, গোলাম মহিউদ্দিন, আব্দুস সালাম, লিয়াকত আলী ভা-ারী, মোনায়েম খান প্রমুখ। নাটোর ॥ নাটোর প্রেসক্লাবের সামনে শত শত মানুষের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার প্রমুখ। কিশোরগঞ্জ ॥ শহরের স্টেশন রোডে জাতীয় পতাকা হাতে নিয়ে কিশোরগঞ্জ চেম্বার ও উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি, বড়বাজার, পুরানথানা ও কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতি, সড়ক পরিবহন মালিক সমিতি, মোটরযান শ্রমিক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন আলাদা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি-পিপি শাহ আজিজুল হক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ব্যবসায়ী নেতা কামরুল হাসান, ওসমান গণি, ফরিদ আহমেদ, ফাতেমা জহুরা আক্তার, মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক, শ্রমিক নেতা কাঞ্চন মিয়া। জামালপুর ॥ শহরের তমালতলা এলাকায় জামালপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টিজ আহ্বানে মানববন্ধনে জেলার সকল স্তরের ব্যবসায়ী অংশ নেন। এতে এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করীম রেজনু ছাড়াও ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। শহরের দয়াময়ী চত্বর, বকুলতলা চত্বর, তমালতলা চত্বর, মেডিক্যাল রোড, বাসস্টেশন ও রেলগেট চত্বরে মানববন্ধন করেছে ১৪ দল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বিজন কুমার চন্দ, বাকী বিল্লাহ, ফারুক আহমেদ চৌধুরী, আতিকুর রহমান ছানা, রেজাউল করিম রেজনু, সুজাউদ দৌলা, আসাদুজ্জামান আকন্দ বাবু প্রমুখ। কেরানীগঞ্জ ॥ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির আয়োজনে পূর্ব আগানগরের শহীদ দেলোয়ার হোসেন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, আঃ আজিজ শেখ, নজরুল ইসলাম খান দুদু, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর শাহ খুশি, হাজী রফিক, হাবিবুর রহমান হবি প্রমুখ। রাঙ্গামাটি ॥ মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তি ছাড়াও সাংবাদিক, ব্যবসায়ী ও নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ফিরোজা বেগম চিনু, চেম্বারের সহ সভাপতি শাহ আলম প্রমুখ। খাগড়াছড়ি ॥ জেলা শহরের শাপলা চত্বর এলাকায় মানববন্ধনে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অংশ নেন। এতে বক্তব্য দেন ব্যবসায়ী সুদর্শন দত্ত, লিয়াকত আলী, চন্দ্র শেখর চাকমা, পৌর মেয়র রফিকুল আলম। সুনামগঞ্জ ॥ শহরের চেম্বার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে একটি শান্তি মিছিল শহর প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কোয়ারে শান্তির সমাবেশ করে। পঞ্চগড় ॥ ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা শহরের সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে, শেরেবাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে জাতীয় পতাকা হাতে ১৫ মিনিট অবস্থান গ্রহণ করেন। কলাপাড়া ॥ বিভিন্ন শ্রেণী ও পেশার শত শত মানুষ প্রেসক্লাব চত্ব¡রে মানববন্ধন করেছে। এতে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এমপি, কলাপাড়া পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, আওয়ামী লীগ নেতা বিপুল হাওলাদার, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, দেলওয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিন প্রমুখ। জয়পুরহাট ॥ জেলা সদর ছাড়া ৪টি উপজেলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পাঁচবিবি উপজেলার ৩ মাথায় মানববন্ধন কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু এমপি ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। এ ছাড়া শহরের প্রধান সড়কে চেম্বার অব কমার্সের নেতৃত্বে বিভিন্ন ব্যবসায়িক সম্প্রদায় নিজ নিজ ব্যানার নিয়ে মানববন্ধন করে। ব্রাহ্মণবাড়িয়া ॥ শহরের কুমারশীল মোড় থেকে রেলগেট পর্যন্ত এ মানবন্ধনে সংসদ সদস্য র. আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহসভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, তাজ মোঃ ইয়াছিন উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা ॥ শহীদ হাসান চত্বরে মানববন্ধনে ব্যবসায়ীরা জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন সেøøাগান সংবলিত ব্যানার নিয়ে আসেন। এ সময় বক্তব্য দেন শিল্প বণিক সমিতির ইয়াকুব হোসেন মালিক, দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমন, সেক্রেটারি ইবরুল হাসান, পরিবেশক সমিতির সেক্রেটারি বাবু জোয়াদ্দার, ইটভাঁটি মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান লাভলু প্রমুখ। চাঁদপুর ॥ ব্যবসায়ীদের মানববন্ধনে ও নীরব প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাংসদ ডা. দীপু মনি। চেম্বার সভাপতি জাহাঙ্গীর আখন্দের সভাপতিত্বে মানববন্ধনে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন পেশা- শ্রেণীর লোকজন অংশ নেন। কচুয়া ॥ কচুয়া উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী পাটওয়ারী, শাহজাহান শিশির, সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মুক্তিযোদ্বা জাবের মিয়া, নাজমুল আলম স্বপন, সৈয়দ রবিউল ইসলাম রাসেল প্রমুখ। ভোলা ॥ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদা পতাকা হাতে ভোলা সদর রোডে মানববন্ধন করেছে। মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ চরমোনাই পীরের অনুসারী ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেয়। এতে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মিয়া, মিজানুর রহমান, তাজ উদ্দিন ফারুকী, মাওলানা গোলাম মোর্শেদ, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ। টাঙ্গাইল ॥ ব্যবসায়ীদের প্রতীকী অবস্থান কর্মসূচীতে জেলার সকল ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জাতীয় পতাকা এবং হরতাল-অবরোধ বিরোধী পোস্টার-ব্যানার হাতে নিয়ে অংশ নেন। মুন্সীগঞ্জ ॥ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে। সংগঠনের ৬টি উপজেলা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ॥ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচীতে ব্যবসায়ী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। এতে বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সভাপতি ইকরামুল হক টিটুসহ স্থানীয় নেতৃবৃন্দ। ভালুকা ॥ ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, কাজিম উদ্দিন আহমেদ ধনু, হাজী নিজাম উদ্দিন, মফিজুর রহমান, রফিকুল ইসলাম পিন্টু, মনিরা সুলতানা মনি, হাজী আব্দুর রহমান, নাজমুল আহসান,আবুল হোসেন খান মিলন, কামরুল হাসান পাঠান, ইকবাল হোসেন তালুকদার, আব্দুল জলিল, খোকন হোসেন ঢালী প্রমুখ। নারায়ণগঞ্জ ॥ ব্যবসায়ীরা জাতীয় পতাকা নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে বিকেএমইএ অফিসের সামনে অবস্থান করেন। এ সময় বক্তব্য রাখেন বিকেএমইএ’র সাবেক সভাপতি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মঞ্জরুল হক। ফেনী ॥ শহরের ট্রাংক রোডে অনুষ্ঠিত মানববন্ধনে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দিনাজপুর ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাদা পতাকা নিয়ে মানববন্ধন করেছে। এতে বক্তব্য রাখেন, জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা সোহরাব হোসেন, প্রধান উপদেষ্টা মাওলানা মতিউর রহমান কাশেমী, সাধারণ সম্পাদক মুফতি খাইরুজ্জামান, ছাত্রনেতা ওমর ফারুক প্রমুখ।
×