ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের সম্ভাবনা দেখছেন কার্স্টেন

প্রকাশিত: ০৫:২৫, ৯ ফেব্রুয়ারি ২০১৫

ভারতের সম্ভাবনা দেখছেন কার্স্টেন

স্পোর্টস রিপোর্টার ॥ আড়াই মাস ধরে অস্ট্রেলিয়া সফরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি ভারত। রবিবার অসিদের কাছে প্রস্তুতি ম্যাচেও হার বড় ব্যবধানে। তবু চ্যাম্পিয়নদের নিয়ে আশাবাদী দলটির সাবেক কোচ গ্যারি কার্স্টেন। গতবার বিশ্ব জয়ে ভারতের নেপথ্যের রূপকার ছিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান তারকা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চ্যাম্পিয়নদের এবারও শক্তিধর প্রতিপক্ষ হিসেবেই দেখছেন তিনি। ‘ভারতের শিরোপা ধরে রাখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ২০১১ বিশ্বকাপের পর তারা সম্পূর্ণ নতুন একটি দল গঠন করেছে এবং বেশকিছু সাফল্যই পেয়েছে।’ ভারতে একটি প্রচারণামূলক অনুষ্ঠানে এসে এ কথা বলেন ৪৭ বছর বয়সী কার্স্টেন। মাঠে হতাশ পারফর্মেন্সের পাশাপাশি ইনজুরিতে জর্জরিত ভারত দল। শেষ মুহূর্তে ছিটকে গেছেন প্রধান স্ট্রাইক বোলার ইশান্ত শর্মা। আরও কয়েকজন তারকা খেলোয়াড় পুরোপুরি ফিট নন। এ সম্পর্কে সাবেক প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘গ্রুপ থেকে নকআউটে যেতে তেমন কোন সমস্যাই হবে না। আর নকআউটের চূড়ান্ত লড়াইয়ে গিয়ে ঠিকই ভারসাম্য তৈরি হবে।’ সাবেক শিষ্যদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, ‘নতুন সময়, তাই নতুন আশা। ২০১১ হয়ত এতদিনে তারা ভুলে গেছে। তাদের ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা হওয়া উচিত নতুন বিশ্বকাপ ঘিরে। আশা করি ভারত এবার শিরোপা ধরে রাখতে পারবে।’
×