ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইকবাল খন্দকারের ‘অমর একুশে বইমেলা’

প্রকাশিত: ০৫:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০১৫

ইকবাল খন্দকারের ‘অমর একুশে বইমেলা’

সংস্কৃতি ডেস্ক ॥ গীতিকার ইকবাল খন্দকারের উপস্থাপনায় মাইটিভিতে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘অমর একুশে বইমেলা’। লেখক, প্রকাশক ও পাঠকদের সাক্ষাতকারমূলক এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল ৫-৩৫ মিনিটে। অনুষ্ঠানটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠানটি প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেন- আমি অনুষ্ঠানটি উপস্থাপনা করে অন্যরকম আনন্দ পাচ্ছি। দর্শকদের কাছ থেকে ভাল সারা পেয়েছি। প্রসঙ্গত, এবারের মেলায় ইকবাল খন্দকারের লেখা ৮টি নতুন বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘বীভৎস সেই মধ্যরাত’, রোদেলা প্রকাশনী, ‘লাশখেকো পিশাচ’, তাম্রলিপি প্রকাশনী, ‘রহস্যময় ক্লাসরুম’, জাগৃতি প্রকাশনী, ‘লম্বু জনি’, নওরোজ কিতাবিস্তান, ‘মহাবিপদে ছোটমামা’, অনিন্দ্য প্রকাশ, ‘গুদাম ভরা হাসি’, নিউ শিখা প্রকাশনী, ‘শালিক ও কাঠঠোকরা’, নওরোজ কিতাবিস্তান, ‘কাকের গান শেখা’, শিশুরাজ্য প্রকাশন।
×