ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ভুরঘাটা-শশিকর সড়ক খানাখন্দে ভরা ॥ বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:২৯, ১১ ফেব্রুয়ারি ২০১৫

মাদারীপুরে ভুরঘাটা-শশিকর সড়ক খানাখন্দে ভরা ॥ বাস চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ ফেব্রুয়ারি ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা-শশিকর সড়কের বেহাল দশা। একে মরণফাঁদ বলছেন স্থানীয়রা। দীর্ঘ ১৪ কিলোমিটার সড়কে খানাখন্দ ছাড়া আর কিছুই নেই। এ সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রায় ৬ মাস আগে লোকাল বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা পরিবহন বাস মালিক সমিতি। ফলে মাহিন্দ্র, ইজিবাইক, টেম্পু চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন, চলতি অর্থ বছরের জুনের আগে পরিপূর্ণভাবে মেরামত করা সম্ভব নয়। মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার জানান, ‘কালকিনি উপজেলার ভুরঘাটা-শশিকর সড়কের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। ভুরঘাটা থেকে পিড়ারবাড়ি পর্যন্ত এই সড়কে অসংখ্য খানাখন্দে ভরা গেছে। সৃষ্টি হয়েছে অনেক বড় বড় গর্ত। একটু বৃষ্টিতেই দেখা যায় জলাবদ্ধতা। অথচ গত ৪ বছর ধরে কোন মেরামত কাজ হচ্ছে না। যে কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে ৬ মাস আগে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।’
×