ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

প্রকাশিত: ০৮:২০, ১১ ফেব্রুয়ারি ২০১৫

রাষ্ট্রপতির কাছে সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছে মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রীমকোর্টের বার্ষিক প্রতিবেদন-২০১৩ হস্তান্তর করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সুপ্রীমকোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধি দল। বৈঠককালে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। খবর বাসসর। প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, সম্প্রতি বেঞ্চ গঠন ও বৃদ্ধির ফলে সুপ্রীমকোর্টের সার্বিক কার্যক্রম এবং মামলা নিষ্পত্তি ত্বরান্বিত হয়েছে। এছাড়াও প্রতিনিধি দলটি বিচারকদের আবাসন ও প্রশিক্ষণসহ বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁদের এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
×