ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে খাস জমি দখল করে প্লট বিক্রি করছে ভূমিদস্যু

প্রকাশিত: ০৪:৫১, ১২ ফেব্রুয়ারি ২০১৫

ময়মনসিংহে খাস জমি দখল করে প্লট বিক্রি  করছে ভূমিদস্যু

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ভূমিগ্রাসী স্থানীয় একটি প্রভাবশালী চক্র সরকারের খাস খতিয়ানভুক্ত মূল্যবান জমি প্লট করে বিক্রি করছে। অভিযোগ, শহরের কালিবাড়ি রোড সংলগ্ন ব্রহ্মপুত্র বেড়িবাঁধের পাশে চরঈশ্বরদিয়া ও কৃষ্ণপুর মৌজার সরকারী জমিতে বালু ফেলে ভরাটের পর বিনা বাধায় বিক্রি করা হচ্ছে। সরকারী হিসেবে ইতোমধ্যে সাড়ে চার কোটি টাকা মূল্যের সাড়ে চার একর জমি বিক্রির প্রমাণ মিলেছে। খবর পেয়ে সদর এ্যাসিল্যান্ড অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। সদর এ্যাসিল্যান্ড শেখ হুমায়ুন কবীর জনকণ্ঠকে জানান, অবৈধ দখলদারদের উচ্ছেদের নোটিস দিতে জেলা প্রশাসককে অনুরোধ জানান হবে। জেলা প্রশাসকের নির্দেশনা পেলেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। স্থানীয় সূত্র জানায়, শহরের কৃষ্ণপুর মৌজার ৪৮ ও ৪৯ দাগে প্রায় পাঁচ একর সরকারী জমি বেহাত হওয়ার পর এবার দেড় শ’ একরেরও বেশি সরকারী খাস জমি বেহাত হতে চলেছে। চরঈশ্বরদিয়া ও কৃষ্ণপুর মৌজায় ১৩৮১ দাগে ৯৯ একর ও ২৮৪৫ দাগে ৬৮ একর জমি সরকারের খাস খতিয়ানভুক্ত। স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় ইতোমধ্যে পুরো জমি জবরদখল করে নিয়েছে নানা মহল। অভিযোগ মফিজ উদ্দিন মুন্সী একাই জবরদখল করে রেখেছেন ১৫ একর জমি। এর মধ্যে স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর হারুন ও তার ভাই বাবুল মোড়লের কাছে সাড়ে চার একর জমি বিক্রি করা হয়েছে। আরও বেশ কিছু প্লট বিক্রির জন্য ইটের গাঁথুনি দিয়ে রেডি করে রাখা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, প্রতি শতাংশ জমি এক লাখ টাকা হারে বিক্রি করা হচ্ছে। জালিয়াতিকারী ভূমিদস্যু সিন্ডিকেট ভুয়া কাগজপত্র তৈরি করে আদালতে মামলা ঠুকে সরকারের মালিকানায় থাকায় এই মূল্যবান জমি বিনা বাধায় বিক্রি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এছাড়া জবরদখলকরা জমিতে অবৈধ ঘরবাড়ি তুলে ভাড়া দিয়েও আদায় করছে মোটা অঙ্ক। এ সবের বড় একটা অংশ ব্যয় করা হচ্ছে স্থানীয় প্রশাসন ও মামলার পেছনে। স্থানীয় সূত্রের দাবি, শহরের থানার ঘাট থেকে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ পর্যন্ত দেড় শ’ একরের সরকারী খাস জমিতে অন্তত এক হাজার অবৈধ দখলদার রয়েছে। যারা স্থায়ী অস্থায়ী পাকা ও টিনের ঘর কিংবা ছাপরা ঘর তুলে বসবাস করছে।
×