ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে হাসপাতালে কোটি টাকার ওষুধ লোপাট!

প্রকাশিত: ০৪:৫২, ১২ ফেব্রুয়ারি ২০১৫

রাজশাহীতে হাসপাতালে কোটি টাকার ওষুধ  লোপাট!

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী পুলিশ হাসপাতালে কোটি টাকার সরবরাহ করা ওষুধ বিতরণে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির কাছে জমা দেয়া হাসপাতাল কর্তৃপক্ষের বিতরণ তালিকায় ওষুধ না পাওয়া ব্যক্তিদের নামও পাওয়া গেছে। এমনকি একজনকে তিন প্রকার ওষুধ সরবরাহ করে তার নামে ১০ প্রকার ওষুধের নাম লিখে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওষুধ বিতরণ ও সরবরাহে দুর্নীতির বিষয়ে পুলিশের ১০৫ সদস্যের দেয়া লিখিত জবানবন্দীর তথ্য বিশ্লেষণে তদন্ত কমিটি সম্প্রতি এ অনিয়মের প্রমাণ পেয়েছে। তদন্ত কমিটির প্রধান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালের স্টোর থেকে কোটি টাকার ওষুধ উধাও হয়ে যাওয়ার ঘটনায় আরএমপি কমিশনার গত ২৫ জানুয়ারি ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে ওষুধ বিতরণের তালিকা চায়। তিনি আরও জানান, তালিকায় নাম থাকা নগর পুলিশের ৯০ জন, জেলা পুলিশের ৬০ জন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের ৫০ সদস্যকে চিঠি দিয়ে ডাকা হয়। সম্প্রতি তাদের মধ্যে নগর পুলিশের ৫০ জন, জেলা পুলিশের ৪০ জন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের ১৫ সদস্য হাজির হয়ে লিখিত জবানবন্দী দেন। তদন্ত কমিটির প্রধান সরদার তমিজ উদ্দিন আহমদ বলেন, জবানবন্দীতে অধিকাংশ পুলিশ সদস্যই ওষুধ না পাওয়ার কথা স্বীকার করেছেন। অনেকে আবার চিকিৎসা নেননি বলে লিখিত দিয়েছেন।
×