ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ষসেরা ক্রীড়াবিদ ম্যাককুলাম

প্রকাশিত: ০৬:১২, ১২ ফেব্রুয়ারি ২০১৫

বর্ষসেরা ক্রীড়াবিদ ম্যাককুলাম

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ক্রিকেট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। ২০১৪ সালে চমৎকার নৈপুণ্যের জন্য দারুণ এ সম্মানে ভূষিত হন ৩৩ বছর বয়সী তারকা। ফলে ১৯৯১ সালে মার্টিন ক্রোর পর কোন ক্রিকেটারের মাথায় উঠল দেশটির সেরা ক্রীড়বিদের মুকুট। গত বছর ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিউজিল্যান্ডকে দুর্দান্ত সব সাফল্য এনে দেন তিনি। ২০১৪ সালে ৯ টেস্টের ৫টিতেই জয় পায় কিউইরা- হারায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের। সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে। বেসিন রিজার্ভে ভারতের বিপক্ষে প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর বিরল কৃতিত্ব অর্জন করেন ম্যাককুলাম। গত বছর টেস্টে ৭২ গড়ে সংগ্রহ করেন ১১৬৪ রান। সাফল্যের ধার অব্যাহত রেখে ওয়ানডেতে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে বিধ্বস্ত করে তার দল। অস্ট্রেলিয়ার সঙ্গে সহ-আয়োজক হিসেবে হট-ফেবারিটের তালিকায় উঠে আসে নিউজিল্যান্ড। বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে দুর্ধর্ষ দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়ে তৈরি ব্ল্যাক ক্যাপসরা। তখনই পেলেন সম্মানীয় বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। যা কিউই অধিনায়ককে বিশ্বকাপে ভাল করতে উজ্জীবিত করবে। শনিবার উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন।
×