ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৭১ ভাগ কোম্পানির দর বৃদ্ধি

প্রকাশিত: ০৪:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে ৭১ ভাগ কোম্পানির দর বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উর্ধমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এই নিয়ে পুঁজিবাজারে টানা আট কার্যদিবসে সূচকের উর্ধগতি অব্যাহত থাকল। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট ৭১ শতাংশ কোম্পানির দর বাড়ার দিনে সব ধরনের সূচকই বেড়েছে। তবে সব ধরনের সূচক বাড়লেও দুই বাজারেই আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। কৌশলী বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে মূলত লভ্যাংশ ঘোষণা করতে যাওয়া এবং শেয়ার দর কমে যাওয়া কোম্পানিগুলোর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ শক্ত মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোর প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো। টানা তৃতীয় দিনের মতো লেনদেনে আধিপত্য বিস্তার করেছে বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো। বৃহস্পতিবারেও বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে বেশিরভাগ কোম্পানির দর বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরুর পরে দিনশেষে আগের দিনের চেয়ে শেয়ার হাতবদল কমেছে। দিনশেষে ডিএসইতে ৩২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বা ৬ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৯ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮১২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমরা টেকনোলজিস, বেক্সিমকো, ইফাদ অটোস, গ্রামীণফোন, এমজেলবিডি, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ফু-ওয়াং ফুড এবং বরকত উল্লাহ ইলেক্ট্রো ডাইনামিকস। দর বাড়ার শীর্ষের কোম্পানিগুলো হলো : সাফকো স্পিনিং, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, পিপলস লিজিং এ্যান্ড ফাইনান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আনলিমা ইয়ার্ন, ফাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স ও বিআইএফসি। দর হারানোর শীর্ষের কোম্পানিগুলো হলো: কে এ্যান্ড কিউ, লিব্রা ইনফিউশন, জেমিনি সী ফুড, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, পিএফআই ১ম মিউচুয়াল ফান্ড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, নদার্ন জুটস, মুন্নু জুটস, এনসিসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ও সোনারগাঁও টেক্সটাইল। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ইফাদ অটোস, আমরা টেক, ই্উনাইটেড এয়ার, গ্রামীণফোন, সি এ্যান্ড এ টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, ফারইস্ট ফাইন্যান্স ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।
×