ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহিউদ্দিন চৌধুরীর জীবন কাহিনী নিয়ে ‘স্বপ্নের ফেরিওয়ালা’ গ্রন্থের প্রকাশনা অ

প্রকাশিত: ০৪:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

মহিউদ্দিন চৌধুরীর জীবন কাহিনী নিয়ে ‘স্বপ্নের ফেরিওয়ালা’ গ্রন্থের প্রকাশনা অ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর বহুমাত্রিক জীবন কাহিনী নিয়ে সাংবাদিক মোয়াজ্জেমুল হক রচিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ডা. রমিজউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফী, প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক কবি ওমর কায়সার ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। সুস্বাদু স্ট্রবেরি চাষ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ১২ ফেব্রয়ারি ॥ স্ট্রবেরি ফল চাষে বিপ্লব ঘটিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ঘাটচেকের যুবক ফারুক। টিভিতে কৃষিবিষয়ক অনুষ্ঠান দেখে তিনি স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ হন। বর্তমানে তিনি ড্রাইভিং পেশা ছেড়ে স্ট্রবেরি চাষে মনোযোগ দিয়েছেন। ফারুক স্থানীয় কৃষি অফিস থেকে পরামর্শ নিয়ে ২০১১ সালে প্রথমে ১০ হাজার টাকায় ২০০ স্ট্রবেরি চারা কিনে অল্প জমিতে চাষাবাদ শুরু করেন। পরে বেশি জমিতে চাষাবাদ শুরু করেন। ইতোমধ্যে তিনি ১০ হাজার টাকার ফল বিক্রি করেছেন। টাঙ্গাইলে শোভাবর্ধন বৃক্ষরোপণ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১২ ফেব্রুয়ারি ॥ সন্ত্রাস ও মাদকমুক্ত এবং পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়তে নানা কর্মসূচী গ্রহণ করেছে আলোকিত টাঙ্গাইল নামের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমের মধ্যদিয়ে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় শহরের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনের পক্ষ থেকে আবর্জনা পরিষ্কারের জন্য ভ্যান বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়।
×