ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে জামায়াত নেতার বাসার মালামাল জব্দ

প্রকাশিত: ০৪:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামে জামায়াত নেতার বাসার মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও ভাংচুর মামলার পলাতক আসামি মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহর বাসার মালামাল জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে পুলিশ নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত নেতার বাড়ি থেকে এগুলো জব্ধ করে। বাকলিয়া থানার ওসি মোঃ মহসিন সাংবাদিকদের জানান, ২০১২ সালের ৯ নবেম্বর পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহর বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। বাংলালিংকের ১০ বছর পূর্তিতে প্রতিমন্ত্রী পলকের অভিনন্দন বাংলাদেশে বাংলালিংকের সফল ১০ বছর পূর্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি তার ব্যক্তিগত অভিনন্দন প্রকাশে বাংলালিংক হেড অফিস পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনীল কান্তি বোস, চেয়ারম্যান, বিটিআরসি; যিয়াদ সাতারা, সিইও, বাংলালিংক। -বিজ্ঞপ্তি প্রোগ্রামিং প্রতিযোগিতা আন্তঃবিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ সেরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫-এর চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে আগত ৯১টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট ২৭৩ জন প্রতিযোগীর মধ্যে থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদল শিনোবিস এই গৌরব অর্জন করে। নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদলের সদস্যরা ছিলেন আহমেদ ফাইয়াজ, মোহাম্মাদ সামিউল ইসলাম, আরমান কামাল এবং প্রশিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাজ্জাদ হোসাইন। -বিজ্ঞপ্তি
×