ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কামরানের বাসায় বোমা মেরে পালানোর সময় ৩ শিবিরকে গণপিটুনি

প্রকাশিত: ০৫:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

কামরানের বাসায় বোমা মেরে পালানোর সময় ৩ শিবিরকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার ॥ অবরোধের মধ্যে হরতালের মতো কর্মসূচীতেও সারাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। তবে চোরাগোপ্তা হামলার ভয়ে মানুষ খানিকটা আতঙ্কিত। আবার গণপিটুনির ভয়ে আতঙ্কিত বোমাবাজরাও। বৃহস্পতিবার সিলেটের সাবেক মেয়রের বাসায় বোমা হামলা করে পালানোর সময় শিবিরের তিন বোমাবাজ গণপিটুনির শিকার হয়েছে। বৃহস্পতিবার অবরোধ-হরতালে সারাদেশের সঙ্গে ঢাকার দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ চলাচল ছিল একেবারেই স্বাভাবিক। তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। এদিকে দেশব্যাপী চলমান যৌথ বাহিনীর অভিযানে স্কুল শিশুদের ব্যবহার করে অস্ত্র আনা নেয়ার সময় নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ৫ শিশু ও এক তরুণ, নারায়ণগঞ্জে এক মহিলা পুলিশ কর্মকর্তার হাতে ছাত্রদলের দুই বোমাবাজসহ দুই শতাধিক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতাকারী ও পেশাদার সন্ত্রাসী ছাড়াও তাদের মদদ, নির্দেশ, অর্থ ও আশ্রয় প্রশ্রয়দাতা বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মী রয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র, পেট্রোলবোমা ও ককটেল। ঢাকার চিত্র ॥ বৃহস্পতিবার অবরোধ-হরতালে রাজধানীতে ছিল তীব্র যানজট। মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল থেকে স্বাভাবিক দিনের মতো দূরপাল্লার বাস ছেড়ে গেছে। কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেন আর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে প্রচুর লঞ্চ। মানুষের মধ্যে অবরোধ-হরতালের কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। পুরান ঢাকার সিএমএম আদালতের সামনে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জনতা ধাওয়া করলে পালিয়ে যায় বোমাবাজরা। এছাড়া রাজধানীতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর কোন নাশকতার খবর মেলেনি। নারায়ণগঞ্জ ॥ বুধবার রাত সাড়ে এগারোটার দিকে জেলার ফতুল্লা থানাধীন লামাপাড়ার লিংকরোডে পেট্রোলবোমার ব্যাগ ফেলে মোটরসাইকেলে পালানোর সময় এক নারী পুলিশ কর্মকর্তা দুই বোমাবাজকে ধরে ফেলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরিদা খানম ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুই বোমাবাজ মোটরসাইকেলযোগে দ্রুত সেখান দিয়ে যাচ্ছিল। পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামার জন্য সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে পেছনে থাকা দুইজন দুইটি ব্যাগ পুলিশের দিকে ছুড়ে মারে। ওই মহিলা পুলিশ কর্মকর্তা দুই বোমাবাজকে ঝাপটে ধরেন। মোটরসাইকেলের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ব্যাগ থেকে দুইটি পেট্রোলবোমা উদ্ধার হয়। গ্রেফতারকৃত বোমাবাজরা হচ্ছে, জেলা শহরের উত্তর মাসদাইর এলাকার হাজী আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার সবদার আলীর ছেলে গাজী (৩২)। তারা ছাত্রদল কর্মী। এদিকে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা লঞ্চঘাটে ১০ ও ১১ বছর বয়সী দুই শিশুর স্কুলব্যাগ থেকে ১টি পিস্তল ও দুই রাউন্ড তাজা বুলেট উদ্ধার হয়। ওই ঘটনায় দুই শিশুসহ ৩ জন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের তথ্য মতে বৃহস্পতিবার বাড্ডার একটি বাড়ি থেকে গ্রেফতার হয় বশির, জিসান ও মাসুদ নামে তিন শিশু। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৩টি পিস্তল, ৫টি ম্যাগজিন আর ৪ রাউন্ড তাজা বুলেট। গ্রেফতারকৃতদের ফতুল্লা থানায় দায়েরকৃত মামলা ছাড়াও বাড্ডা থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জনকণ্ঠকে বলেন, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল। সিলেট ॥ মহানগরের সাবেক মেয়র ও আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের বাসা লক্ষ্য করে বুধবার রাত দশটার দিকে ককটেল হামলা করেছে অবরোধকারীরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পালানোর সময় জনতা তিন বোমাবাজকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তারা শিবিরের প্রশিক্ষিত বোমাবাজ, বোমা প্রস্তুত, মজুদ ও সরবরাহকারী। এছাড়া নগরীর বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে পুলিশের প্রিজনভ্যানে বোমা হামলা করে অবরোধকারীরা। কক্সবাজার ॥ বুধবার রাত নয়টার দিকে জেলার পটিয়ার বড়উঠান দৌলতপুর এলাকায় একটি সিএনজিতে পেট্রোলবোমা মারে অবরোধকারীরা। এতে চালক আমজাদ হোসেন (২৬), যাত্রী ইদ্রিস (২০), সাজ্জাদুল আলম (২৪), আবদুর রহিম (২৩) ও আবুল কালাম (২২) দগ্ধ হন। আহতদের মধ্যে ইদ্রিস ও সাজ্জাদকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামে। ময়মনসিংহ ॥ বুধবার রাত দেড়টার দিকে শহরতলীর খাগডহর বাইপাস মোড়ে যানবাহনে বোমা হামলা করে দুই নাশকতাকারী। এ সময় জনতা, শ্রমিক ও পুলিশ বোমাবাজদের ধাওয়া করে। এক পর্যায়ে বোমাবাজদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ বাধ্য হয়ে দুই বোমাবাজকে গুলি চালিয়ে আহত করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদী ও শরীফ মোল্লা বিএনপির কর্মী। তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার হয়। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর ॥ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া নামকস্থানে বৃহস্পতিবার সকালে হরতালকারীরা মাল বোঝাই ২টি ট্রাক ভাংচুর করে। এদিকে দেশব্যাপী যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকা থেকে তিন শিবিরকর্মীসহ ২৫ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনটি ককটেল ও একটি পেট্রোলবোমা, শাহাজানপুরের খিলগাঁও রেলগেট থেকে ৫টি পেট্রোলবোমা, চট্টগ্রাম থেকে বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক জসিমসহ ১০ জন, নারায়ণগঞ্জ থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ ১২ জন, ঢাকার সাভারের আশুলিয়া থেকে অর্ধডজন মামলার পলাতক আসামি জামায়াতের সেক্রেটারি বশির আহমেদ, নাটোর থেকে ছাত্রদল ও শিবিরের ৬ বোমাবাজ, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলমের বাড়িতে নাশকতার উদ্দেশে বোমা পেতে রাখার সঙ্গে জড়িত অভিযোগে জেলা পৌর জামায়াতের আমির শহিদুল ইসলামসহ ৪ জন, বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান লিখনসহ ৩ জন, দিনাজপুর থেকে ৭ জন ও মাগুরা থেকে ককটেলসহ দুই বিএনপি কর্মীসহ সারাদেশ থেকে দুই শতাধিক গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতাকারী ছাড়াও তাদের মদদ, আশ্রয়-প্রশ্রয় ও অর্থদাতা বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মী রয়েছে।
×