ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষাপ্রতিষ্ঠানে এ্যাসেম্বলি হয় না

প্রকাশিত: ০৩:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

 শিক্ষাপ্রতিষ্ঠানে এ্যাসেম্বলি হয় না

রাজধানীসহ দেশের বেশিরভাগ স্কুল-কলেজ ও মাদ্রাসায় ক্লাস শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের এ্যাসেম্বলি হচ্ছে না। জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে সম্মান প্রদর্শন ও জাতীয় সঙ্গীত গাওয়ার নিয়মও পালন করা হয় না এসব প্রতিষ্ঠানে। এমন কি যথাযথভাবে পালন হয় না বিভিন্ন জাতীয় দিবস। এসব আয়োজনকে বাধ্যতামূলক করে ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করলেও তাতে ফল হয়নি। নামী-দামী কিছু স্কুল বাদে বাকিগুলোতে এ্যাসেম্বলি করানোর মতো মাঠ নেই। শিক্ষার্থীরাও এ্যাসেম্বলিতে দাঁড়াতে খুব একটা উৎসাহ বোধ করে না। আবার তা না হওয়ায় জন্য সরকারী তদারকির অভাব রয়েছে সরকারী স্কুলগুলোতে নিয়মিত এ্যাসেম্বলি হলেও বেসরকারী স্কুলে তা না হওয়ার প্রবণতাই বেশি। দেশের বেশিরভাগ মাদ্রাসায়ও এ্যাসেম্বলি হয় না। এ নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড দু’বার পরিপত্র জারি করে। এসব প্রতিষ্ঠানে জাতীয় দিবসও পালন হয় না। সেখানে জাতীয় সঙ্গীতের পরিবর্তে হামদ, নাত ও গজল পরিবেশন করা হয়। স্কুল ও মাদ্রাসায় এ্যাসেম্বলি করার দায়িত্বটা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। স্কুল মাদ্রাসাগুলো নির্দেশনা না মানলে এমপিওভুক্ত ও সরকারী স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে এ্যাসেম্বলি, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকার প্রতি সালাম দেয়া, এসব রেওয়াজ না থাকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন জিজ্ঞাসা নেই, উদ্যোগও নেই। দেশপ্রেমের বীজ তাই বুনে দেয়া যাচ্ছে না শিক্ষার্থীদের মধ্যেই। শিক্ষামন্ত্রী এ নিয়ে বহু হম্বিতম্বি করেছেনÑ তার কথা কিন্তু সবই অসার। এলমা দিলশান ধানম-ি, ঢাকা।
×