ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাট-বলের লড়াই শুরু

প্রকাশিত: ০৫:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ব্যাট-বলের  লড়াই শুরু

শাকিল আহমেদ মিরাজ ॥ অপেক্ষার পালা শেষ, শেষ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও। আজ থেকে মাঠে গড়াচ্ছে ১১তম বিশ্বকাপ ক্রিকেটের ময়দানী লড়াই। বাজছে স্বল্পদৈর্ঘীয় ক্রিকেটের দামামা। বাইশগজে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় চৌদ্দ দলের চৌকস সব উইলো ও গোলকবাজ। আজ বলা হলেও ভৌগলিক কারণেই বাংলাদেশী ক্রিকেটপাগল মানুষের উন্মাদনার রস আশ্বাদনে থাকছে সময়ের ভিন্নতা! সকালে পত্রিকা হাতে পাওয়ার সময় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার (শুক্রবার ভোর চারটায়) মধ্যকার প্রথম ম্যাচের অনেকটাই অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা, খেলা একতরফা হলে হয়ত ফলও জেনে গেছেন সবাই! তবে সকালের নাস্তা শেষে আয়েশ করে টিভির রিমোট চাপলেই দেখতে পাবেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার অপর ম্যাচের শুরুটা। কুলীন দুই পরাশক্তির ম্যাচটি শুরু সকাল সাড়ে নয়টায়। ১৪ দল, ৪৯ ম্যাচ, ৪৪ দিনÑশ্রেষ্ঠত্বের লড়াই দর্শন, একে একে ঘটতে যাচ্ছে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান, পিপাসা মিটবে অগণিত ক্রিকেট ভক্তের। উদ্বোধনে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, আজ দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুইয়ে, ভারত-পাকিস্তান, কাল ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ...। ১৪ আসলে ‘চৌদ্দ দল’ নয়! আইসিসির সহযোগী সদস্য আরব আমিরাত, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আফগানিস্তান কী বিশ্বকাপ জিতবে? উত্তরের পক্ষে বোধ হয় খোদ এই সব দেশের কোন ভক্তকেও খুঁজে পাওয়া যাবে না। টেস্ট খেলুড়ে দেশ ১০টি, যেখানে তলানিতে বাংলাদেশ আর জিম্বাবুইয়ে! সুতরাং শেষ অবদি আসল লড়াইটা সীমাবদ্ধ থকবে প্রতিষ্ঠিত্ব সব দলের মধ্যেই। সেখানে বড় নাম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও শ্রীলঙ্কা। কেবল স্বাগতিক বলেই নয়, এবার ফেবারিট হিসেবে শীর্ষ চার-পাঁচটির মধ্যে দুটি দলের খেলাই আজ দেখার সুযোগ হয়ে যাচ্ছে! নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে এমনিতে ফেবারিট হওয়ার কথা লঙ্কানদেরই। বিশ্বকাপের মতো বড় আসরে প্রতিপক্ষ কিউইদের তুলনায় শ্রীলঙ্কা অবশ্যই বড় নাম। যারা ইতোমধ্যে একবার শিরোপা জেতা ছাড়া ফাইনালে খেলেছে দুইবার। সর্বশেষ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ জিতেছে তারা। সবই ঠিক আছে। তবে সম্প্রতি দুর্দান্ত দাপট দেখিয়ে ফেবারিটের তালিকায় উঠে এসেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ শুরুর আগেও যারা এই লঙ্কানদেরই বিধ্বস্ত করেছে টেস্ট ও ওয়ানডেতে। তবে খেলাটি যেহেতু পঞ্চাশ ওভারের তাই আগাম অনুমান অসম্ভব! দ্বিতীয় ম্যাচে নিশ্চিত ফেবারিট হিসেবে নামছে জর্জ বেইলির দল। ক্রিকেটের সর্বোচ্চ আসরে অস্ট্রেলিয়া এমনিতে বড় নাম। সবচেয়ে বেশি চার বার শিরোপা জয় ছাড়া আরও দুটি ফাইনালে খেলেছে অসিরা। তার চেয়ে বড় আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া গত দুই বছর চমৎকার ক্রিকেট খেলছে। ঘরের মাটিতে এবার হট ফেবারিট অসিরা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্রতিটি বিভাগে রয়েছে বিশ্বসেরা সব পারফর্মার। নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্কের ইনজুরি শঙ্কাও তাদের জন্য বড় কোন সমস্যা নয়। আজ তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জর্জ বেইলি। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পর এগিয়ে রাখতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে প্রোটিয়ারা দারুণ ভারসাম্যপূর্ণ। তবে সাম্প্রতিক ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ দিয়েই কক্ষপথে ফেরার সুযোগ রয়েছে ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। কাল চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু চ্যাম্পিয়নদের বিশ্বকাপ ধরে রাখার মিশন।
×