ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাশরাফিদের শুভকামনা জানিয়েছেন সালমারা

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

মাশরাফিদের শুভকামনা জানিয়েছেন সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশ দলের মাঠে নামার পালা। বিশ্বকাপের মূল পর্বে নেমে কোয়ার্টার ফাইনালে ওঠার যে স্বপ্ন তা পূরণ করার পালা। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। দল যেন ভাল ফল বয়ে আনতে পারে এ জন্য মাশরাফিদের শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। সালমার আশা বাংলাদেশ দল দ্বিতীয় রাউন্ডে যাবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাবে দল, ‘আমার আশা দ্বিতীয় রাউন্ডে যাবে। যে কেউই ভাল করতে পারে। সবাই ভাল করলেই দলের ভাল হবে। ১-২ জনের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে দল কখনই জিততে পারে না। সবাই যদি এক সঙ্গে পারফর্মেন্স না করে তাহলে দলের জয় কখনই সম্ভব নয়।’ সালমা প্রস্ততি ম্যাচে বাজে ফল নিয়ে জানিয়েছেন, ‘প্রস্ততি ম্যাচে বাজে খেলেছে এটা বলা যাবে না। হেরে গেছে দল এটা বলা যায়। একেবারেই যে খারাপ খেলেছে তা নয়। শ্রীলঙ্কা এত ভাল দল তারপরও জিম্বাবুইয়ের কাছে হেরেছে। আয়ারল্যান্ড খারাপ দল নয়। প্রস্তুতি ম্যাচের রেজাল্ট বিবেচনাটা গুরুত্বপূর্ণ নয়।’ সালমা খাতুন দল ভাল করবে সেই আশায় আছে। তবে নতুনদের সুযোগ দেয়ার পক্ষে বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক, ‘নতুন যারা গেছে তাদের সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে তারা নিজেদের প্রমাণ করতে পারবে না। সারা বছর ভাল খেলে এসে যদি কোন সুযোগ না পায় তাহলে খেলোয়াড়রা মানসিকভাবে ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। সুযোগ পেলেই তারা নিজেদের যোগ্যতাটা প্রমাণ করতে পারবে। আমার বিশ্বাস এই নতুন ক্রিকেটাররা বিশ্বকাপের মঞ্চে ভাল খেলতে পারবে। কারণ তারা ভাল পারফর্মেন্স করেই দলে সুযোগ পেয়েছে। তাইজুলের সবচেয়ে কম ম্যাচ খেলার অভিজ্ঞতা, সেও কিন্তু এক ম্যাচেই নিজের যোগ্যতা প্রমাণ করে দলে সুযোগ পেয়েছে। আমার মনে হয় এই দলটা ব্যালেন্স দল। তাইজুল-সানির মধ্যে প্রতিযোগিতা হবে।’ বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে, তা ভাবলেও শিরোপা জেতার দৌড়ে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন সালমা, ‘যেহেতু অস্ট্রেলিয়ায় খেলা। আমার মনে হয় অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হবে। হোমের খেলা হলে কিছুটা সুযোগ পায় দলগুলো। সেক্ষেত্রে আমি অস্ট্রেলিয়াকে বেশি এগিয়ে রাখব। পাশাপাশি আমি চাইব আমাদের এশিয়ার দলগুলো কোয়ার্টার ফাইনাল খেলুক।’ দলের মুুখপাত্র হয়েই যেন সালমা বাংলাদেশ পুরুষ দলকে শুভকামনা জানিয়ে দিলেন। বললেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের জন্য আমার শুভেচ্ছা রইল। বাংলাদেশ দল খুব ভাল খেলবে। আমাদের দল পক্ষ থেকেও তাদের প্রতি রইল শুভকামনা।’
×