ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন উদ্ধার ॥ ট্রেন চলা স্বাভাবিক

প্রকাশিত: ০৭:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন উদ্ধার ॥ ট্রেন চলা স্বাভাবিক

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এরপর রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এই ঘটনা অনুসন্ধানে পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মুজিবুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে সহকারী স্টেশন মাস্টার মাইনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২-৩শ’ গজ দূরে পুনিয়াউট রেলগেট সংলগ্ন এলাকায় ইঞ্জিন ও এর সংলগ্ন অপর দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়। ঘটনার পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ চালায়। ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
×