ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোনের প্রেমিকার খপ্পরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

প্রকাশিত: ০৪:০৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

মোবাইল ফোনের  প্রেমিকার খপ্পরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৪ ফেব্রুয়ারি ॥ মোবাইল ফোনে গড়ে ওঠা প্রেমে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ফেঁসে গিয়ে সর্বস্ব খুইয়েছে অপহরণের শিকার হয়। ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে জান্নাতুল ইসলাম (২৫) নামের এক সার ব্যবসায়ী। সে বগুড়ার আদমদীঘি উপজেলার সাগরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সার ব্যবসায়ী যুবক জান্নাতুল ইসলাম তার মোবাইল ফোনে পাওয়া মিসকলের (নম্বর ০১৮৫৯-১১২২১৪) জবাব দিতে গিয়ে অজ্ঞাত পরিচয়ধারী এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ওই মেয়ে শুক্রবার সকাল ৯টায় মোবাইল ফোনে জান্নাতুল ইসলামকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ডেকে নেয়। এরপর তাকে কৌশলে অপহরণ করে জয়পুরহাটে নিয়ে যায়। এর পর প্রতারণাকারী ওই নারী ও তার সাঙ্গোপাঙ্গরা জান্নাতুল ইসলামের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও দামী মোবাইল ফোন হাতিয়ে নিয়ে একটি ঘরে বন্দী করে রাখে। নেশা জাতীয় ওষুধ খাইয়ে অচেতন করে। পরে ওই চক্র জান্নাতুলের ফুপাত ভাই এনামুল হকের ০১৭২৫-৪৪৭৯৫৫ নম্বর মোবাইলে শুক্রবার বিকেলে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
×