ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী অর্থবছর থেকে উপজেলা পর্যায়ে আয়কর মেলা

প্রকাশিত: ০৪:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

আগামী অর্থবছর থেকে  উপজেলা পর্যায়ে  আয়কর মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৃণমূল পর্যায়ে আয়কর প্রদানে উৎসাহিত করতে আগামী অর্থবছর থেকে উপজেলা পর্যায়ে আয়কর মেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। তিনি বলেন, ‘করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানো আমাদের লক্ষ্য। এজন্য সারাদেশে করজাল বিস্তৃত করার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী অর্থবছর থেকে উপজেলা পর্যায়ে আয়কর মেলা শুরু করা হবে।’এনবিআর সম্মেলন কক্ষে সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।নজিবুর রহমান বলেন, কর প্রদানে উদ্বুদ্ধ করতে বড় ৫ করাঞ্চলের সর্বোচ্চ ১০ করদাতাকে এনবিআরের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে। এই সম্মাননার উদ্দেশ্য হলো- ইতিবাচক কাজের দৃষ্টান্ত স্থাপন করা। এতে এখনও করযোগ্য যে সব ব্যক্তি কর দিচ্ছেন না, তারা করদানে উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে ব্যবসা ও শিল্পবান্ধব পরিবেশের উন্নয়নে নতুন শুল্ক আইন প্রণয়ন করা হচ্ছে। ইতোমধ্যে নতুন এই শুল্ক আইনের প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। নতুন এই আইনে ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট ও দ্রুত সেবাদানের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।তিনি আমদানি-রফতানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের উত্তম চর্চা করার আহ্বান জানিয়ে বলেন, ব্যবসায়ীরা আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে যেন কোন ধরনের আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং না করেন। তিনি ব্যবসায়ীদের এসব ক্ষেত্রে মিথ্যা তথ্য না দেয়ার আহ্বান জানান।
×