ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ মনি দাবা প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ০৪:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

শেখ মনি দাবা প্রতিযোগিতার উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার ॥ গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শনিবার থেকে শুরু হয়েছে ‘শহীদ শেখ মনি স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা।’ নয় রাউন্ড সুইস লীগ পদ্ধতির এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান বেলা ১১টায় ঢাকায় কাঁঠালবাগানের খাঁন হাসান আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব দাবা সংস্থার (ফিদে) জোনাল প্রেসিডেন্ট নেপালের রাজেশ হারি জোশি। আরও উপস্থিত ছিলেন ‘দাবার রানী’ খ্যাত রানী হামিদ, পৃষ্ঠপোষক বিডিবিএল পরিচালক মোরশেদ কামাল, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার। আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা। উল্লেখ্য, দীর্ঘদিন পর দাবা ফেডারেশনের বাইরে একটি আন্তর্জাতিক উন্মুক্ত দাবা প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এ আসরের পৃষ্ঠপোষক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। টুর্নামেন্ট দুই শতাধিক দাবাড়ু অংশ নিচ্ছেন। এর মধ্যে আছেন ভারতের ১১, নেপালের ১০ এবং ভুটানের ১ জন করে দাবাড়ু। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা রবিবার বেলা ২টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারে অনুষ্ঠিত হবে। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে এক লাখ সত্তর হাজার টাকা অর্থ পুরস্কার। এর মধ্যে চ্যাম্পিয়ন পুরস্কার ৫০ হাজার এবং রানারআপ পাবেন ৩০ হাজার টাকা।
×