ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

প্রকাশিত: ০৬:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ দশমিক ৫৪ পয়েন্টে। আগের সপ্তাহে এই পিই রেশিও ছিল ১৭ দশমিক ৯ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে বেশিরভাগ কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এতে পিই রেশিও বেড়েছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা।
×