ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেচাকেনা নেই

হরতাল-অবরোধের কবলে মির্জাপুরের মৃৎশিল্পীরা

প্রকাশিত: ০৪:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধের কবলে মির্জাপুরের মৃৎশিল্পীরা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৫ ফেব্রুয়ারি ॥ লাগাতার হরতাল-অবরোধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে মির্জাপুরের মৃৎশিল্পীরা। ২০ দলীয় জোটের দীর্ঘস্থায়ী অবরোধ ও হরতালে মৃৎশিল্পীরা বিশেষ করে মাটির তৈরি তৈজসপত্র (পটারী সামগ্রী) উৎপাদনকারীরা তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে বিপাকে পড়েছেন। হরতাল-অবরোধের কারণে বাজারজাত করতে না পারায় একদিকে উৎপাদিত তৈজসপত্রের স্তূপ জমে গেছে। অপরদিকে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৃৎশিল্পীরা। অনেকে বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী মৃৎশিল্পটি একেবারে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। জানা গেছে, মৃৎশিল্পীরা সাধারণত সারাবছর কমবেশি মাটির তৈজসপত্র তৈরি করে থাকেন। তবে বর্ষার পর এদের উৎপাদন মৌসুম শুরু হয়। বিশেষ করে পৌষ থেকে চৈত্র এই চার মাস মৃৎশিল্পীদের তৈজসপত্র তৈরির ভরা মৌসুম। এ সময় সারাদেশে মেলা খেলাসহ নানা অনুষ্ঠানাদি হয়ে থাকে। মৃৎশিল্পীরা তৈজসপত্রের ভাল বেচাকেনাও করে থাকেন এ সময়। এছাড়া দূর-দূরান্ত থেকে পাইকাররা কুমোরদের বাড়িতে এসে ট্রাক, বাস ও পিকআপ ভ্যান করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। কিন্তু ২০ দলীয় জোট দীর্ঘস্থায়ী অবরোধ-হরতাল ডাকায় মির্জাপুরের মৃৎশিল্পীরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে পড়েছেন। পেট্রোলবোমা ও হামলার ভয়ে তারা অন্যত্র মালামাল আনা নেয়া করতে পারছেন না। এতে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানা গেছে।
×