ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এটিএম বুথে সার্ভিস চার্জ প্রদর্শনের নির্দেশ

প্রকাশিত: ০৬:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

এটিএম বুথে সার্ভিস চার্জ প্রদর্শনের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থ উত্তোলন, অনুসন্ধান এবং ক্ষুদে বিবরণী সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকের এটিএম বুথে ভিন্ন ব্যাংকের গ্রাহকের জন্য সার্ভিজ চার্জ বা ফি দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের এ সার্কুলারটি সকল ব্যাংকে পাঠানো হয়। এতে বলা হয়, নিজ ব্যাংকের গ্রাহকরা টাকা পেলেও অন্য ব্যাংকের এটিএম কার্ডধারীরা বুথ থেকে অনেক সময় টাকা তুলতে পারেন না। কিন্তু টাকা তুলতে না পারলেও প্রতি লেনদেনে ঠিকই সার্ভিস চার্জ কেটে রাখা হচ্ছে। তাছাড়া অর্থ উত্তোলন, অর্থ অনুসন্ধান এবং ক্ষুদে বিবরণী সংগ্রহের ক্ষেত্রে যে ফি কেটে রাখা হচ্ছে তা জানতে পারেন না গ্রাহকরা।
×