ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্রান্সে ইহুদী সমাধিক্ষেত্রের কয়েক শ’ কবর ভাংচুর

প্রকাশিত: ০৬:১৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

ফ্রান্সে ইহুদী সমাধিক্ষেত্রের  কয়েক শ’ কবর ভাংচুর

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গের কাছে ইহুদীদের এক সমাধিক্ষেত্রের কয়েক শ’ কবর ভাংচুর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভ রবিবার এ কথা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে জার্মান সীমান্তবর্তী ইহুদী সমাধিক্ষেত্র সার-ইউনিয়নে। এদিকে দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ ঘটনাকে ফরাসী মূল্যবোধবিরোধী ঘৃণ্য ও বর্বর ইহুদীবিদ্বেষী কর্মকা- বলে অভিহিত করেছেন। খবর টেলিগ্রাফের। প্যারিসে গত মাসে ইহুদীদের একটি দোকানে এবং একটি বিদ্রুপাত্মক ম্যাগাজিনে হামলা এবং চলতি সপ্তাহান্তে ডেনমার্কে একই ধরনের হামলার পর ফরাসী ইহুদীদের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা এবং ইউরোপে সাধারণ ধর্মীয় উত্তেজনার মধ্যে এ ভাংচুরের ঘটনা ঘটল। কাজেনুয়েভ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, পুলিশ এর তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত, গ্রেফতার এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সবকিছু করবে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২০০ সমাধির প্রস্তরফলক ভেঙ্গে ফেলা হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নিধনযজ্ঞের শিকার এক ইহুদীর স্মৃতিস্মম্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরাসী প্রেসিডেন্ট ওলাঁদ এক বিবৃতিতে বলেছেন, ইহুদীবিদ্বেষের বিরুদ্ধে এবং যারা জাতির মূল্যবোধের ওপর হামলা করে তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে ফ্রান্স।
×