ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবরোধে সর্বস্বান্ত কৃষক

দিনাজপুরে পানির দরে বিক্রি হচ্ছে সবজি

প্রকাশিত: ০৬:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

দিনাজপুরে পানির দরে বিক্রি হচ্ছে  সবজি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ টানা অবরোধে উৎপাদিত শীতকালীন সবজি দিনাজপুর জেলার বাইরে নিয়মিত পাঠাতে পারছেন না চাষিরা। ক্রেতার অভাবে জমি থেকে বেশিরভাগ সবজিই তুলছেন না তারা। পাইকাররা গ্রামে যাচ্ছে না, শহরে সবজি পাঠানোর কোন যানবাহন চলাচল করছে না। বিক্রি হচ্ছে না বলে সে সব ক্ষেতেই নষ্ট হচ্ছে সবজি। এতে পুঁজি হারিয়ে সহায় সম্বল বিক্রি করে চলছেন এই জেলার কৃষকরা। দিনাজপুর জেলায় এবার ব্যাপক ফলন হলেও ফসল তোলার সুযোগ হচ্ছে না তাদের। বিএনপি-জামায়াত জোটের অবরোধ আর হরতালে কৃষক এখন আবাদ করা সবজি নিয়ে পড়েছেন বিপাকে। লাগাতার অবরোধ আর এর মধ্যে দফায় দফায় হরতালের কারণে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে সবজির পাইকারি ক্রেতারা কৃষকের কাছে ঠিকমত যেতে পারছে না। ট্রাক ঠিকমতো না চলার কারণে চাষিরাও তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে পারছে না বলে জানান পাইকাররা। ব্যবসায়ীরা বলেন, ঢাকা থেকে পাইকারি ক্রেতারা উৎপাদন স্থলে আসতে পারছেন না। ফলে সবজির দাম পড়ে গেছে। তাই অনেকেই জমি থেকে সবজি তুলছেন না। ফলে জমিতেই নষ্ট হচ্ছে সবজি। কৃষক লুৎফর রহমান ১২ বিঘা জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করেছেন। তিনি বলেন, মৌসুমের শুরুতে কুয়াশার কারণে এমনিতেই আর্থিক ক্ষতির মধ্যে পড়েছিলেন।
×