ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৌপথেও যাত্রী কমেছে

প্রকাশিত: ০৬:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

নৌপথেও যাত্রী  কমেছে

কেরানীগঞ্জ সংবাদদাতা ॥ চলমান রাজনৈতি সহিংসতার কারণে কমে যাচ্ছে নৌ পথের যাত্রী । স্বাভাবিক সময়ে সদরঘাট দিয়ে লক্ষাধিক যাত্রী প্রতিদিন যাতায়াত করে। টানা হরতাল আর অবরোধে তা অর্ধেকে নেমে এসেছে। যাত্রী কমলেও নিয়মিতভাবে সদরঘাট থেকে দেশের ৩৯টি নৌ রুটে লঞ্চ চলাচল অব্যহত রয়েছে। তবে আয় কমেছে লঞ্চ মালিক ও শ্রমিকদের। লঞ্চ মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অবরোধ আর হরতালে প্রথম দিকে সড়ক পথে যাত্রী কমলেও নৌ পথে যাত্রী ছিল স্বাভাবিক। যানবাহন ভাঙচুর ও অগ্নিকা-ের কারণে নৌ-পথ ছিল নিরাপদ রুট। কিন্তু এমভি টিপু সুলতান ও এমভি পারাবতসহ কয়েকটি লঞ্চে অগ্নিকা- ও পেট্রোলবোমা হামলার পর এই রুটেও যাত্রী কমতে থাকে। এছাড়া নিরাপত্তার অজুহাতে নৌ-যাত্রীদের তল্লাশি শুরু হয়েছে। যা আগে কখনও ছিল না। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী লঞ্চে প্রবেশের পূর্বে যাত্রীদের ব্যাগ ও দেহ তল্লাশি করতে হচ্ছে লঞ্চ কর্তৃপক্ষকে। কেবিন বুকিং দিলেও লঞ্চ না ছাড়া পর্যন্ত যাত্রীদের কেবিনে প্রবেশের চাবি দেয়া হয় না। এসব কারণেও যাত্রী কমছে নৌ-পথে। রবিবার সদরঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ বাঁধা থাকলেও আগের মতো যাত্রী নেই। নেই আগের মত শ্রমিকদের হাঁকডাক। অনেকটাই যাত্রীশূন্য টার্মিনাল। ডেক ও কেবিনের চেয়ারগুলো খালি পড়ে আছে।
×