ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরতাল-অবরোধ প্রতিরোধে নাটোরে লাঠি-বাঁশির মিছিল সমাবেশ

প্রকাশিত: ০৬:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধ প্রতিরোধে নাটোরে লাঠি-বাঁশির মিছিল সমাবেশ

সংবাদদাতা, নাটোর, ১৬ ফেব্রুয়ারি ॥ নাটোরে চলমান অবরোধ, হরতাল ও চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মিছিল-সমাবেশ করেছে লাঠি-বাঁশি সমিতি। সোমবার দুপুরে শহরের স্টেশনবাজার এলাকায় ব্যবসায়ীরা একযোগে লাঠি হাতে বাঁশি বাজিয়ে রাস্তায় নেমে আসেন। পরে তাঁরা একত্র হয়ে স্টেশনবাজার থেকে তেবাড়িয়া সড়কে লাঠি মিছিল করেন। মিছিল শেষে রেলগেট মোড়ে ব্যবসায়ীরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। এতে বক্তব্য দেন লাঠি-বাঁশি সমিতির ১নং ইউনিটের সভাপতি আব্দুল মাজেদ ও ২নং ইউনিটের সভাপতি জহির সরকার। বক্তারা বলেন, বর্তমানে বিরোধী দলের লাগাতার হরতাল ও অবরোধে নাটোরে চাঁদাবাজি তথা সন্ত্রাসের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ফলে তারা হরতাল ও অবরোধ প্রত্যাখ্যান করে দোকানপাট বন্ধ না রেখে সন্ত্রাস প্রতিরোধে লাঠি হাতে নিয়ে বাঁশি বাজিয়ে সংগঠনের কার্যক্রম পুনরায় শুরু করেছেন।
×