ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় স্কুল হকি ॥ ঢাকা অঞ্চলের খেলা শুরু আজ

প্রকাশিত: ০৬:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

জাতীয় স্কুল হকি  ॥ ঢাকা অঞ্চলের খেলা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার ঢাকা ভেন্যুর বাছাইপর্বের খেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। বিকেল ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জিনজিরা পিএম পাইলট স্কুল ও মতিঝিল সরকারী বয়েজ স্কুল। দেশব্যাপী চলছে এই প্রতিযোগিতার খেলা। ১১ ভেন্যুর মধ্যে ইতোমধ্যে শেষ হয়েছে সাত ভেন্যুর খেলা। মঙ্গলবার থেকে ঢাকা ও ময়মনসিংহ জোনের খেলা শুরু হবে। এখনও শুরু হয়নি চট্টগ্রাম ভেন্যুর খেলা। ঢাকাতে মোট ২১ স্কুল অংশ নিচ্ছে ৬টি গ্রুপে ভাগ হয়ে, যা ১৭-২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঢাকা জোনের সব খেলাই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। এখান থেকে ৬ চ্যাম্পিয়ন দল যাচ্ছে চূড়ান্ত পর্বে। ইতোমধ্যে ৭টি ভেন্যু থেকে ১৬টি স্কুল কোয়ালিফাই করেছে। মোট ৩২ স্কুল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা ভেন্যুর উদ্বোধন করবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ওয়াসেক আলী। ঢাকা ভেন্যুর খেলা উদ্বোধন উপলক্ষে সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় স্কুল হকি কমিটির সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের হেড অব মার্কেটিং আজম খান, এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসক মোতাহার হাসান। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে স্কুল হকির বাছাই খেলোয়াড়রা (মেধাবী ও দরিদ্র) বিকেএসপিতে ভর্তির সুযোগ পাবে। এ বিষয়ে বিকেএসপির সঙ্গে আনুষ্ঠানিক কথাও হয়েছে হকি ফেডারেশনের। বাছাইকৃত
×