ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে আহত ১

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও চালকসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৬:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও চালকসহ নিহত পাঁচ

বগুড়া ॥ বগুড়া-সান্তাহার সড়কের কাহালুর বাবলাতলা এলাকায় মঙ্গলবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। তার নাম আব্দুস সালেক (৩১)। বাড়ি বগুড়ার কাহালু এলাকায়। এদিকে বগুড়ার শাজাহানপুরের পশ্চিম সাজাপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর সময় কৌতূহলী লোকজনের ভিড়ের মধ্যে চলে গেলে ৭ ব্যক্তি আহত হয়। তাদের দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। তার নাম রানা আহমেদ (২৭)। ফটিকছড়ি ॥ উপজেলার বাগান বাজার ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মঙ্গলবার সকালে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসীম উদ্দিন (৫০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় ঢলু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ্দিন (৪৮) গুরুতর আহত হয়েছেন। তাঁরা মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে ফেনী-খাগড়াছড়ি সড়কের বাংলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে জসীম প্রাণ হারান। ঝালকাঠি ॥ ঝালকাঠি-বরিশাল সড়কের প্রতাপ নামক স্থানে বাসের ধাক্কায় সাইকেল আরোহী হায়দার আলী (২৫) নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হায়দার আলীকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। হায়দার আলী নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের সেরাজ উদ্দিনের পুত্র। মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটের চরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার একটি ওরস থেকে রিজার্ভ বাসটি ঢাকায় যাচ্ছিল। বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা শহরের পুলিশ লাইনের সামনে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আজিজুল হক (৬৫) দামুড়হুদার উজিরপুর গ্রামের স্কুলপাড়ার মৃত দলিল ম-লের ছেলে। বাইসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের দিকে আসার সময় একটি চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
×