ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেট্রোলবোমায় দগ্ধ কিশোর ইদ্রিস অবশেষে মারা গেল

প্রকাশিত: ০৫:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

পেট্রোলবোমায় দগ্ধ কিশোর ইদ্রিস অবশেষে মারা গেল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চট্টগ্রামের পটিয়ায় পেট্রোলবোমায় ˜গ্ধ এক কারাখানা শ্রমিক চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে মারা গেছে। নিহত মোঃ ইদ্রিস (১৭) কক্সবাজারের পেকুয়ার গোয়াখালী গ্রামের সর্দার আহমদের পুত্র। চট্টগ্রামে বায়েজিদ এলাকায় আবুল খায়ের কোম্পানির স্টার শিপ মিল্ক কারখানায় মাসিক ৭ হাজার টাকা বেতনে সাধারাণ শ্রমিকের চাকরি করত কিশোর ইদ্রিস। একমাত্র উপার্জনক্ষম পুত্রকে হারিয়ে মা-বাবা এখন প্রায় উন্মাদ হয়ে পড়েছে। ১১ ফেব্রুয়ারি মাসিক বেতন নিয়ে পিতা-মাতার হাতে তুলে দেয়ার জন্য চট্টগ্রাম থেকে পেকুয়ার নিজবাড়িতে আসছিল এ হতভাগা কিশোর। নতুন ব্রীজ থেকে পেকুয়াগামী সিএনজি অটোরিক্সার যাত্রী হিসেবে রাতে রওনা দিয়ে পটিয়া শাহমীরপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয় সিএনজি চালকসহ ৪ যাত্রী। তাদের দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোঃ ইদ্রিস মঙ্গলবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বুধবার জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
×