ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্ষণিকালয়ে দুই বান্ধবী

প্রকাশিত: ০৭:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

ক্ষণিকালয়ে দুই বান্ধবী

স্টাফ রিপোর্টার ॥ ডলি জহুর এবং আফরোজা বানু নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় দুই কিংবদন্তি অভিনেত্রী। একই স্কুল কিংবা একই কলেজ কিংবা একই বিশ্ববিদ্যালয়ে তারা একসঙ্গে পড়াশুনা করেননি। যে কারণে প্রচলিত অর্থে তারা একে অন্যের বন্ধু না হলেও পেশাগত কাজে এসে কর্মক্ষেত্রে তারা বহুদিনের পুরোনো বন্ধু। ডলি কিংবা বেলী (আফরোজা বানুর ডাক নাম) একে অন্যের খুব ভাল বন্ধু। এই দুই বান্ধবীকে নিয়ে পরিচালক রহমতুল্লাহ তুহিন নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ক্ষণিকালয়। মাছরাঙ্গা টেলিভিশনে নিয়মিতভাবে নাটকটি প্রচার হতো। এরইমধ্যে নাটকটির পাঁচশতাধিক পর্ব প্রচারও হয়েছে। অল্পকিছুদিনের মধ্যেই ধারাবাহিকটির নতুন সংবাদ আসবে। চলতি মাসের শেষ প্রান্তেই নতুন সংবাদ নিয়ে আসবে ‘ক্ষণিকালয়’। এই নাটকে ডলি জহুরের ছেলের চরিত্রে অভিনয় করছিলেন হিল্লোল। হিল্লোলের স্ত্রী নাদিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছিলেন আফরোজা বানু। সম্পর্কে ডলি জহুর এবং আফরোজা বানু নাটকে বেয়াইন বেয়াইন। দর্শক দুই বেয়াইনের অভিনয়ও বেশ উপভোগ করছিলেন। কিন্তু আর অল্পকিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে দর্শকপ্রিয় এই ধারাবাহিক নাটকটি। ডলি জহুর বলেন, রহমতুল্লাহ তুহিনের প্রতি কৃতজ্ঞ যে তিনি খুব চমৎকার একটি নাটক দর্শকদের উপহার দিয়েছেন। সেইসঙ্গে আমি আমার বান্ধবী বেলীসহ সিনিয়র অনেক শিল্পীই নাটকটিতে কাজ করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই নাটকের সঙ্গে। দর্শক ক্ষণিকালয়কে খুব মিস করবে। আফরোজা বানু বলেন, এই মুহূর্তে একটি ধারাবাহিক নাটককে দর্শকপ্রিয় করে তোলা অনেক কঠিন ব্যাপার। সেই কঠিন কাজটি তুহিন করতে পেরেছিলেন। ধন্যবাদ তাকে। নাটকে কাজ করতে গিয়ে অনেক সিনিয়র জুনিয়র শিল্পীর সঙ্গে দেখা হতো। কেমন যেন এক পারিবারিক বন্ধন তৈরি হয়েগিয়েছিল আমাদের মধ্যে। খুব মিস করি ক্ষণিকালয় এবং এই পরিবারের সদস্যদের। ডলি জহুর এবং আফরোজা বানু এর আগে বিটিভিসহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেলের কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। ডলি জহুর গত ৪ জানুয়ারি মীর সাব্বির পরিচালিত ধারাবাহিক ‘নোয়াশাল’ নাটকে অভিনয়ের জন্য ‘আরটিভি স্টার এ্যাওয়ার্ড’ লাভ করেছেন। চলতি মাসে তিনি সাখাওয়াত মানিকের নির্দেশনায় নতুন ধারাবাহিক ‘মেঘে ঢাকা শহর’ নাটকের কাজ শুরু করেছেন। অন্যদিকে আফরোজা বানু অভিনীত নতুন ধারাবাহিক নাটক হচ্ছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘পাল্টা হাওয়া’। এটি খুব শীঘ্রই বাংলাভিশনে প্রচার শুরু হবে। এছাড়া এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার অভিনীত সবুর খান পরিচালিত ‘দাগ’ ধারাবাহিকটি।
×