ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:২২, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. রেশম পোকা হতে তৈরি হওয়া গুটির নাম কী? ক) কোকেন খ) কোকুন গ) কেকুন ঘ) কুকোন ২১. নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে- র. পানি প্রবাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে রর. মনোজ, বড়াল নদী মরে গেছে ররর. পানিসম্পদের মারাত্মক হুমকি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. খাওয়ার পানির জন্য সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া কোনটি? ক) পরিস্রাবণ খ) ক্লোরিনেশন গ) স্ফুটন ঘ) পাতন ২৩. নিচের কোনটিকে একবারে বেশি ছাচে ফেলে নির্দিষ্ট আকার দেয়া যায় না? ক) পলিথিন খ) পিভিসি গ) ব্যাকেলাইট ঘ) পলিস্টার ২৪. আগেরকার দিনের রাজরাণীর পোশাক ছিল- ক) রেশমী খ) পশমী গ) সুতী ঘ) পলিস্টার ২৫. রাসায়নিক সার ব্যবহারে কী ঘটে? ক) মাটির পানি ধারণক্ষমতা বাড়ে খ) উপকারী অণুজীব ধ্বংস হয় গ) গাছ পালা নষ্ট হয় ঘ) মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় ২৬. কোনো অ্যান্টিজেন নাই - গ্রুপের রক্তে? ক) এ খ) বি গ) ও ঘ) এবি ২৭. লেন্সের বক্রতার পৃষ্টসমূহ যে গোলকের অংশবিশেষ তার ব্যাসার্ধকে কী বলে? ক) ফোকাস দূরত্ব খ) প্রধান ফোকাস গ) বক্রতার ব্যসার্ধ ঘ) বক্রতার কেন্দ্র ২৮. আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা- ক) ২ ধরনের খ) ৩ ধরনের গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের ২৯. কৃষি কাজে বা শিল্প কারখানায় ব্যবহার করা যায় না কোনটি? ক) বৃষ্টির পানি খ) নদীর পানি গ) বিলের পানি ঘ) সমুদ্রের পানি ৩০. ঘনমাত্রার একক কোনটি? ক) মোল সংখ্যা খ) মোল সংখ্যা/লিটার দ্রবণ গ) মোল সংখ্যা-লিটার দ্রবণ ঘ) লিটার দ্রবণ ৩১. আলোর প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে? ক) আপতন কোণ খ) প্রতিসরণ কোন গ) আলোর রং ঘ) বিভেদতল ৩২. প্রাণীরা প্রধানত খনিজ পদার্থ পায়- ক) উদ্ভিজ্জ খাদ্য গ্রহণ করে খ) প্রাণিজ উৎস ে থকে গ) মাংস থেকে ঘ) মাখন থেকে ৩৩. কোনটিতে ে প্রাটিনের পরিমাণ সবচেয়ে কম? ক) খাশির মাংস খ) শোল মাছ গ) মুরগির ডিম ঘ) গরুর দুধ ৩৪. রেশমের প্রধান গুণ- ক) এটি শক্ত খ) সৌন্দর্য গ) এটি কোমল ঘ) এটি রং পাকা ৩৫. কোষের গঠন এবং কার্যাবলি কোনটির সাহায্য নিয়ন্ত্রিত হয়? ক) ফ্যাট খ) কার্বোহাইড্রেট গ) ফ্রুকটোজ ঘ) সুক্রোজ ৩৬. প্রতিদিন কী পরিমাণে আঁশযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত? ক) ১০-২০ গ্রাম খ) ১৫-২০ গ্রাম গ) ১৫-২৫ গ্রাম ঘ) ২০-৩০ গ্রাম ৩৭. টেস্টটিউব ে ববির জন্য প্রয়োজন- র. শুক্রাণু ও ডিম্বাণু রর. ইনভিট্রো ফার্টিলাইজেশন ররর. বিশেষ ধরনের পালন মাধ্যম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. গাড়ি চালনা শুরু করার পূর্বেই ড্রাইভারকে সামনে দর্পণ দুটি যথাযথভাবে স্থাপন করতে হয়- র. সামনে সঠিকভাবে দেখার জন্য রর. পিছনে সঠিকভাবে দেখার জন্য ররর. দুপাশ সঠিকভাবে দেখার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. সুষম খাদ্য গঠনে ে কানটি অত্যাবশ্যকীয় নয়? ক) আমিষ খ) চর্বি গ) ভাত ঘ) শর্করা ৪০. হৃদপিন্ডের অ্যাট্রিয়াম অথবা ে ভন্ট্রেকলের সংকোচন ক্ষমতা ে লাপকে কী বলা হয়? ক) হার্ট ব্লক খ) হার্ট অ্যাটাক গ) হার্ট ে ফলিউর ঘ) হার্ট উইক ৪১. প্লাটিপাস- র. এর দেহ লোমে ঢাকা রর. ডিম পাড়ে ররর. শাবককে স্তন্য পান করায় নিচের কোনটি সঠিক?
×