ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেট্রোলবোমা হামলা মামলার আসামি ধরতে গিয়ে দাউদকান্দিতে ৭ পুলিশ আহত

প্রকাশিত: ০৭:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

পেট্রোলবোমা হামলা মামলার আসামি ধরতে গিয়ে দাউদকান্দিতে ৭ পুলিশ আহত

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৮ ফেব্রুয়ারি ॥ পেট্রোলবোমা হামলা মামলার আসামি বিএনপি নেতা জসিমকে ধরতে গিয়ে সংঘর্ষে ৭ পুলিশ আহত হয়েছে। বুধবার রাত আটটায় দাউদকান্দির ইলিয়টগঞ্জে এ ঘটনা ঘটেছে। পুলিশ জনায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুরে গাড়িতে পেট্রোলবোমা হামলা মামলার আসামি উপজেলার ভেলানগর গ্রামের মৃত আলেক মোল্লার ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোল্লাকে (৪০) গ্রেফতার করে আনার সময় তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় আসামিপক্ষ। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ইটের আঘাতে ৭ পুলিশ আহত হয়। এ ঘটনায় আসামির বড় ভাই গিয়াস মোল্লা (৬০) আহত হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, উপজেলার ভেলানগরে আসামি ধরতে গেলে পুলিশের সঙ্গে আসামিপক্ষের সংঘর্ষে ৭ পুলিশ সদস্য আহত হয়েছে।
×