ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংশোধিত এডিপিতে পদ্মা সেতুর অর্থ বরাদ্দ কমবে না

প্রকাশিত: ০৪:১৫, ২০ ফেব্রুয়ারি ২০১৫

সংশোধিত এডিপিতে পদ্মা সেতুর অর্থ বরাদ্দ কমবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সংশোধিত এডিপিতে (আরএডিপি) পদ্মা সেতুর অর্থ বরাদ্দ কমানো হবে না। অন্য মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াও অব্যাহত থাকবে। তবে কম দক্ষতা সম্পন্ন প্রকল্প পরিচালকদের (পিডি) প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে। যাতে তাঁরা প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তাছাড়া বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্পের বাস্তবায়ন দ্রুত করতে প্রত্যেক প্রকল্পের জন্য একজন করে ব্যক্তিকে দায়িত্ব দেয়া হবে। প্রকল্প পরিচালকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং এর সময় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে পরিকল্পনা মন্ত্রণালয় এখন থেকে স্ব স্ব মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করবে। এজন্য স্ব স্ব মন্ত্রণালয়ের উন্নয়ন উইং-এ ডেটা বেইজ ভিত্তিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) স্থাপন করবে। এর ফলে বৈদেশিক সাহায্য প্রাপ্ত অথবা সরকারী অর্থায়নে যে কোন বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে সমস্যা কোথায় তা সহজেই খোঁজে বের করা যাবে। এছাড়াও স্ব-স্ব মন্ত্রণালয়ে প্রকল্প পরিচালকদের নিয়ে একটি পুল তৈরি করা হবে যাতে করে স্ব স্ব মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া যায় কোন প্রকল্প পরিচালককে কোন প্রকল্পে দিলে ভাল হবে। প্রকল্প পরিচালক হিসেবে যারা ভাল করবেন তাদের বেশি দায়িত্ব দেয়া হবে। তাদের সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণও দেয়া হবে। দ্বিতীয় এবং শেষ দিনের এ বৈঠকে ৫৮৭টি প্রকল্পের পরিচালকের সঙ্গে বৈঠক করেন। এ নিয়ে দুদিনে মোট ১২৮৭টি প্রকল্পের পরিচালকের সঙ্গে বৈঠক করলেন পরিকল্পনামন্ত্রী। প্রথম দিন গত রবিবার ৭০০ প্রকল্প পরিচালকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
×