ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিতর্কে আফ্রিদি-আকমল

প্রকাশিত: ০৬:০১, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বিতর্কে আফ্রিদি-আকমল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট, পাকিস্তান আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক! তিন সিনিয়র খেলোয়াড় শহীদ আফ্রিদি উমর আকমল আর আহমেদ শেহজাদের বাজে ব্যবহারে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচের একদিন আগে পদত্যাগ করলেন ফিল্ডিং কোচ গ্র্যান্ট লুডেন! এ্যাডিলেডে উন্মদনার লড়াইয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় ব্যবধানে হারে পাকিরা। পাকিস্তান বোর্ড কর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়ে পদত্যাগের কথা জানান লুডেন। স্থানীয় সংবাদ মাধ্যমে এমনটাই উল্লেখ করা হয়। তবে বুধবারই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে। ‘ওই রকম কিছু ঘটেনি, ক্রাইস্টচার্চে সবাই দলের সঙ্গে অনুশীলন করছে। আমাদের এখন সামনে তাকানোর সময়। সবাই সেদিকেই তাকিয়ে।’ বিবৃতিতে উল্লেখ করা হয়। বাটের বিলম্বিত বোধোদয় স্পোর্টস রিপোর্টার ॥ মানুষকে ঠকাতে পারলেও নিজের বিবেককে ফাঁকি দেয়া যায় না। বিবেকের দংশনেই কি না পাঁচ বছর পর দোষ স্বীকার করলেন স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানী ক্রিকেটার সালমান বাট। ২০১০ সালে লর্ডস টেস্টে ততকালীন অধিনায়ক বাটের সঙ্গে মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরও অভিযুক্ত হন। শাস্তি-নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে তরুণ আমির। আগামী আগস্টে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি। এতদিন অস্বীকার করলেও বুধবার পিসিবি প্রধান শাহরিয়ার খানের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে বাট তার দোষ স্বীকার করে নেন বলে স্থানীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে। যার অর্থ বহুল আলোচিত ফিক্সিংয়ের সেই ঘটনা তার নেতৃত্বেই ঘটেছিল!
×