ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসল লড়াইয়ের অপেক্ষায় টাইগাররা

প্রকাশিত: ০৬:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৫

আসল লড়াইয়ের অপেক্ষায় টাইগাররা

ফজলুল বারী, সিডনি থেকে ॥ ক্যানবেরার মানুকা ওভালে পাওয়া জয় অনেক উচ্চতার পাহাড়ে নিয়ে গেছে টিম বাংলাদেশকে! দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। কেটে গেছে সব ভয়-জড়তা! বৃহস্পতিবার ক্যানবেরা থেকে ব্রিসবেন যাওয়ার পথে বিমানে সফরসঙ্গী সাংবাদিকদের এ কথা বলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কাপ্তানের কথা আফগানিস্তান ঝামেলা ভাল করে বিদায়ের পর তারা এখন বিশ্বকাপের আসল লড়াইয়ে নামতে উদগ্রীব। বৃষ্টি আর ঝড়ো হাওয়ার মধ্যে ব্রিসবেন এসে নামে মাশরাফিবাহিনী। এখানকার গাব্বায়ে অন্যতম আয়োজক অস্ট্রেলিয়ারর সঙ্গে আগামী শনিবার বাংলাদেশ দলের বিশ্বকাপের দ্বিতীয় খেলা। সাইক্লোন মার্সিয়ার থাবার কারণে শনিবারের খেলাটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা চলছে। কিন্তু মাশরাফি চান খেলাটি হোক। তার বক্তব্য আমরা এখন যে কারও মুখোমুখি হতে প্রস্তুত। খেলে জয় চাই, ফলাফল চাই। বুধবার ক্যানবেরায় আফগানিস্তানের বিরুদ্ধের ম্যাচে সাকিব-মুশফিক ভাল জুটি গড়ে রান পাওয়াতে খুশি মাশরাফি। বললেন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব শাখাতে পুরো দল একসঙ্গে ক্লিক করেছে। ব্যাটসম্যানরা ফাইটিং একটা স্কোর গড়ে দেয়ার পর বোলিংয়ে গিয়ে প্রথমেই পরপর বিশ্বকাপে প্রথম খেলতে আসা নতুন, তরুণ খেলোয়াড়দের জড়তা-ভয় সব কেটে গেছে ক্যানবেরায়। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে এমন একটি জয় খুব দরকার ছিল। মোটকথা ক্যানবেরার জয় পুরো দলটাকে উজ্জীবিত করেছে, বদলে দিয়েছে। এখান থেকে শুধু দল নিয়ে শুধু সামনের দিকে যেতে চান কাপ্তান। বৃহস্পতিবার রাতে ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনায় যোগ দেয় মাশরাফিবাহিনী। সেখানেও কাপ্তান বলেছেন নিজেদের সেরাটা খেলে তারা ভাল ফলাফলে জন্যে উন্মুখ। প্রবাসী বাংলাদেশীরা যেভাবে দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এর জন্যে কৃতজ্ঞতা জানান মাশরাফি। বিসিবির সভাপতি নাজমুল আলম পাপন এমপি সেখানে দলের সদস্যদের নাম ধরে ধরে উল্লেখ করে বলেন, এদের সবাই বিশ্বকাপ উপলক্ষে দেশকে বিশেষ কিছু দিতে খুব পরিশ্রম করছে। বিসিবির সভাপতি বলেন বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে এবারের দলটিই সবচেয়ে বেশি সংঘবদ্ধ, শক্তিশালী দল। তিনি আশা করে বলেন এ দল দেশবাসীকে নিরাশ করবে না।
×