ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও মেসি-নেইমার জাদু?

প্রকাশিত: ০৪:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫

আবারও মেসি-নেইমার জাদু?

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুতেই জমে উঠছিল না তিন ত্রয়ীর বোঝাপড়া। যে কারণে ধুঁকতে হচ্ছিল বার্সিলোনাকে। অবশেষে এক সঙ্গে জ্বলে উঠেছেন কাতালানদের তিন বড় ও প্রধান তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। যার ফসল হিসেবে সম্প্রতি সব ধরনের ফুটবলেই প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে বার্সিলোনা। অবশ্য কাতালানদের এই সাফল্যের বড় অংশ জুড়ে আছে মেসি-নেইমার জুটি জমে ওঠা। বার্সায় নেইমার নাম লেখানোর পর শুরুর দিকে তেমন জমজমাট হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল অধিনায়কের জুটি। তবে খোলস ছেড়ে দু’জনেই সম্প্রতি ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন। যার সুফল ভোগ করছে বার্সিলোনা। নিজেদের সর্বশেষ ম্যাচেও কাতালানরা প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসায় মেসি-নেইমার জাদুতে। লেভান্তে উড়ে যায় ৫-০ গোলে, হ্যাটট্রিক করেন চারবারের ফিফা সেরা ফুটবলার। দারুণ এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে স্প্যানিশ লা লিগায় আজ আবারও মাঠে নামছে লুইস এনরিকের দল। ঘরের মাঠ ন্যুক্যাম্পে বার্সিলোনার প্রতিপক্ষ মালাগা। মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন এ্যাটলেটিকো মাদ্রিদও। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে তাদের প্রতিপক্ষ আলমেরিয়া। আগের ম্যাচে সেল্টা ডি ভিগোর কাছে ২-০ গোলে হারায় জয়ের লক্ষ্যে মাঠে নামছে দিয়াগো সিমিওনের দল। লা লিগায় আগের ম্যাচটি ছিল মেসির ৩০০তম। মাইলফলক স্পর্শের ম্যাচে রেকর্ড হ্যাটট্রিক করেন মেসি। ২৩ নম্বর হ্যাটট্রিক করে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছুঁয়েছেন বার্সা জাদুকর। মেসির রেকর্ডের রাতে কাতালানদের হয়ে মাঠ মাতান নেইমার ও সুয়ারেজও। এ দু’জনও গোল করে নিজেদের বোঝাপড়া আরও জমিয়ে তুলেছেন। লা লিগায় দুই মহাতারকার হ্যাটট্রিক সংখ্যাই এখন ২৩। অথচ কিছুদিন আগেও দুই হ্যাটট্রিকে এগিয়ে ছিলেন রিয়াল তারকা। তিন গোল করে চলমান মৌসুমে লীগের সেরা গোলদাতা হওয়ার লড়াইটা আরও জমিয়ে তুললেন মেসি।
×