ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ের খোঁজে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৪:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৫

জয়ের খোঁজে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের প্রথম ম্যাচেই পরাজয় দেখে শ্রীলঙ্কা। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে রবিবার ভোর ৪টায় আবার মাঠে নামছে এ্যাঞ্জেলো ম্যাথুসের দল। প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপে চমক দিয়ে শুরুর অপেক্ষায় ছিল আফগানরা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে তা আর পারেনি। উল্টো বাংলাদেশের কাছে ১০৫ রানের বড় ব্যবধানে হেরে কোণঠাসা হয়ে পড়েছে আফগানিস্তান। যে কারণে ডানেডিনের ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কা দুই দলই প্রথম জয়ের দেখা পেতে উন্মুখ হয়ে আছে। এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১৪ সালের মার্চে। এশিয়া কাপের সেই ম্যাচে আফগানিস্তানকে ১২৯ রানে হারিয়েছিল লঙ্কানরা। এবার বিশ্বকাপের মঞ্চেও আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না শ্রীলঙ্কা। বিশেষ করে কিউদের বিপক্ষে হারার পর লড়াইয়ে ঠিকে থাকার জন্য ডানেডিনের ম্যাচটিতে জিততেই হবে সাবেক চ্যাম্পিয়নদের। তবে শ্রীলঙ্কা শক্তিশালী দল এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু তারপরও লঙ্কানদের বিপক্ষে অঘটন ঘটাতে প্রস্তুত আফগানরা। বাংলাদেশের বিপক্ষে শুরুতেই ৩ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলা আফগানিস্তান সিংহলীদের বিপক্ষে সতর্ক থেকেই খেলতে নামবে।
×