ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৩, ২১ ফেব্রুয়ারি ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১. সাধারণত জেলা পর্যায়ের আদালতগুলো কী নামে পরিচিত? ক) অধঃস্তন আদালত খ) উধ্বর্তন আদালত গ) সেশন আদালত ঘ) দ্র্রুত বিচার আদালত ২. কোন রোগটি ছোঁয়াচে নয়? ক) খোস পাঁচড়া খ) জন্ডিস গ) এইডস ঘ) বসন্ত ৩. রাষ্ট্রপতিকে কার পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করতে হয়? ক) সচিবের খ) উপদেষ্টার গ) প্রধানমন্ত্রীর ঘ) মন্ত্রিপরিষদের ৪. ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন- র. ২৭ ফেব্রুয়ারি ১৯৯১, অনুষ্ঠিত হয় রর. সর্বমোট প্রদত্ত ভোট ৩,৩০,৮৭,৫৬০ ররর. মোট প্রতিদ্বন্ধী প্রার্থীর সংখ্যা ২৭৭৪ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৫. কত বছর পর পর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বড় ধরনের খরার আশঙ্কা রয়েছে? ক) ৩ বছর খ) ৪ বছর গ) ৫ বছর ঘ) ৭ বছর ৬. কত বছর পর বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা ফিরে আসে? ক) ১০ বছর খ) ১২ বছর গ) ১৪ বছর ঘ) ১৬ বছর ৭. কেন্দ্রীয় সরকারের মোট রাজস্ব আয়ের কত ভাগ পূর্ব পাকিস্তান থেকে অর্জিত হতো? ক) ৫০ ভাগ খ) ৬০ ভাগ গ) ৬৫ ভাগ ঘ) ৭০ ভাগ ৮. ছকের কার্যাবলি প্রভাবে মানুষের মধ্যে- র. মিশ্র প্রতিক্রিয়া দেখা দিবে রর. অবিচারের বিপক্ষে সচেতনতা বৃদ্ধি পাবে ররর. সততার মনোভাব তৈরি হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৯. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের একজন সভাপতি ও নির্দিষ্ট সংখ্যক সদস্যদের সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে? ক) ১৩২ নং খ) ১৩৭ নং গ) ১৩৯ নং ঘ) ১৪৭ নং ১০. প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার শতকরা কত ছিল? ক) ৫৫.৬২% খ) ৭০% গ) ৭১.৬২% ঘ) ৮০.৩২% ১১. বাংলাদেশ কী অনুযায়ী এটর্নি জেনারেল নিয়োগ দেওযা হয়? ক) সংবিধান খ) দলীয় আনুগত্য গ) স্বজনপ্রীতি ঘ) অভিজ্ঞতা ১২. সরকারি কর্মকমিশনের সভাপতি ও সদস্যগণকে কে নিয়োগ দেন? ক) প্রধানমন্ত্রী খ) স্বরাষ্টমন্ত্রী গ) আইনমন্ত্রী ঘ) রাষ্ট্রপতি ১৩. ইভটিজিং শব্দ কত সালে প্রথম মিডিয়াতে প্রকাশিত হয়? ক) ১৯৪০ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৬০ সালে ১৪. সংবিধানের ৬৪ নং অনু্চ্েছদে কোন প্রতিষ্ঠানটির কথা উল্লেখ রয়েছে? ক) এটর্নি জেনারেল কার্যালয় খ) প্রধানমন্ত্রীর কার্যালয় গ) নির্বাচন কমিশন ঘ) বাংলাদেশ সরকারি কর্মকমিশণ ১৫. জাতীয় কংগ্রেস গঠনে মুল উদ্দেশ্য- র. ভারতীয় জনগণের দাবি-দাওয়ার প্রতি ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ রর. শাসনব্যবস্থা জনগণের অংশীদারিত্ব অর্জন ররর. বিভিন্ন প্রশাসনিক সংস্কারের জন্য আবেদন নিচের কোনটি সর্ঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৬. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে অপসারিত হন? ক) ১২১ (২) নং অনুচ্ছেদে খ) ১২৭ (২) নং অনুচ্ছেদে গ) ১২২৯ (২) নং অনুচ্ছেদে ঘ) ১৩১ (২) নং অনুচ্ছেদে ১৭. এ পর্যন্ত বাংলাদেশে কত জন প্রধান নির্বাচন কমিশনার কর্মরত থেকেছেন? ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৭ জন ১৮. কোন রাজনৈতিক ব্যক্তিকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? ক) চিত্তরঞ্জন দাস খ) এ.কে. ফজলুল হক গ) ভুবনমোহন দাস ঘ) সোহরাওয়ার্দী ১৯. সংবিধানের কত নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাতন্ত্র্যের অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে? ক) ২১ ও ২২ নং খ) ৩১ ও ৩০ নং গ) ৩২ ও ৪২ নং ঘ) ৫১ ও ৫২ নং
×