ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে পাচারকালে তিন কোটি টাকার কাপড় উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০১৫

মিয়ানমারে পাচারকালে  তিন কোটি টাকার  কাপড় উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারে পাচারকালে বিজিবি প্রায় তিন কোটি টাকার কাপড় উদ্ধার করেছে। ভুয়া কাগজপত্র দেখিয়ে টেকনাফ স্থলবন্দর হয়ে চোরাচালানিরা মিয়ানমারে এসব কাপড় পাচার করছিল। ও সময় একটি ট্রলারও জব্দ করেছে বিজিবি। অভিযোগ রয়েছে, কতিপয় দুর্নীতিবাজ কাস্টম কর্মকর্তার যোগসাজশে টেকনাফ স্থলবন্দর থেকে একটি জালিয়াত চক্র মিয়ানমারে কাপড় পাচার করে আসছে দীর্ঘদিন ধরে। শুক্রবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা সরকারী কর ফাঁকি দিয়ে মিয়ানমারে কাপড়ের চালান নিয়ে যাওয়ার খবর পেয়ে একটি ট্রলারে তল্লাশি চালায়। এতে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গেঞ্জি ও ০৮টি গাজী ট্যাঙ্ক। উদ্ধার হওয়া মালামালের মুল্য দুই কোটি ৭১ লাখ ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
×