ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকুন্দিয়ায় বাউল গান ও লোকজ মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০১৫

পাকুন্দিয়ায় বাউল গান ও লোকজ মেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২ দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউল গানের আসর ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা বালিয়া রাজ ভা-ারি দরবার শরীফে হযরত শাহ ছুফি মোহাম্মদ ইব্রাহীম (রহ) ২২তম বার্ষিক ওরফ উপলক্ষে এ বাউল গানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন বাউশিল্পী সুনীল কর্মকার, আকলিমা বেগম, ফাইজুল সরকার, জেসমিন সরকার প্রমুখ। অনুষ্ঠানটি হাজারো নারী-পুরুষ দর্শক উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান সাহাবউদ্দিন আহমেদ, মসুয়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ কফিলউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফরিদউদ্দিন, আয়োজক কমিটির আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, বাউল গানের আসরকে কেন্দ্র করে মাজারসহ আশপাশ এলাকায় লোকজ মেলা বসে। গান শুনতে ও মেলায় গ্রামীণ সামগ্রী কিনতে গাজীপুরের কাপাশিয়া, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক লোকজনের সমাগন ঘটে।
×