ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বকাপের পর অবসর নেবেন হ্যাডিন

প্রকাশিত: ০৫:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপের পর অবসর নেবেন হ্যাডিন

স্পোর্টস রিপোর্টার ॥ দেড় যুগ হয়ে গেছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন। ২০০১ সালে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১১৯ ওয়ানডে খেলে ফেলেছেন। তবে অসি দলে এখন খুব বেশি নিয়মিত হতে পারছেন না ৩৭ বছর বয়সী এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে কারণে জানিয়েছেন খুব বেশিদিন আর ওয়ানডে খেলা চালিয়ে যাবেন না। তবে নিজেও নিশ্চিত হতে পারেননি ঠিক কবে ছাড়বেন রঙ্গিন পোশাকের ক্রিকেট। কিন্তু অস্ট্রেলিয়া ফাইনালে উঠতে পারলে এরপরই অবসর নিয়ে ফেলার উপযুক্ত সময় মনে করছেন তিনি। এবার বিশ্বকাপ দলে অভিজ্ঞতার চেয়েও বড় কিছু ভূমিকায় আছেন হ্যাডিন। একইসঙ্গে দলের উইকেটরক্ষ, সহঅধিনায়ক, মিডলঅর্ডারের ভরসা এবং ফিল্ডিংয়ের সময় তরুণদের অনুপ্রেরণার মানুষ। ব্যাটিং অর্ডারে ৭ নম্বরে নামলেও একজন ‘ফিনিশার’ হিসেবে তার ওপর আস্থা আছে দলের। তবে এরপরও দলে ঠিক নিয়মিত হতে পারছেন না সাম্প্রতিক সময়ে। বয়সও বেড়েছে। এ জন্য তার ওয়ানডে ক্যারিয়ারে ইতি টানার সময় এসে গেছে বলেই ভাবছেন অনেকে। এ বিষয়টি নিয়ে এখন ভাবছেন হ্যাডিন নিজেও। তিনি বলেন, ‘আমি আসলে এখনও জানি না কোন সময় ইতি টানব। তবে মনে হচ্ছে যেহেতু আমি খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছি না তাই খুব বেশিদিন আর এ ফরমেটে থাকা হবে না। আমার দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে আমি বেশ উপভোগ করছি বিশ্বকাপ। মেলবোর্নে ফাইনালের আগে এর আশপাশে থাকতে পারাটা সত্যিই খুব ভাল একটা অনুভূতি। আর ফাইনাল খেলে ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নেয়ার মতো উপযুক্ত সময় আর কিছুই হতে পারে না। সুতরাং আমার মনে হয় ওয়ানডে ক্যারিয়ার শেষ হওয়ার দ্বারপ্রান্তেই চলে এসেছি।’ বয়স বাড়লেও এখনও পুরনো আক্রমণাত্মক মনোভাবটা রয়েই গেছে হ্যাডিনের ব্যাটিংয়ে। ইনিংসের শেষ পর্যায়ে তাই ব্যাটিং করাটা দারুণ উপভোগ করেন তিনি। হ্যাডিন বলেন, ‘আমার মনে হয় ব্যাটিংয়ের সময় আমি যে দায়িত্বে থাকি সেটাই কোন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এ সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। কখনও হয়তো শুধু মনোযোগ দিতে হয় রান বাড়ানোর দিকে অথবা মনোযোগী হতে হয় ম্যাক্সওয়েল, মার্শ অথবা ফকনারকে বেশি স্ট্রাইক দেয়ার দিকে।
×