ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত আট

প্রকাশিত: ০৬:০৯, ২২ ফেব্রুয়ারি ২০১৫

সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুই, কিশোরগঞ্জে বাসচাপায় শিশু, লালমানিরহাটে ট্রাকচাপায় বৃদ্ধ এবং সাভারে বাস-অটোর সংঘর্ষে পথচারী, জয়পুরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক, নারায়ণগঞ্জে ইজি বাইক চাপায় শিশু, ফরিদপুরে ট্রাক চাপায় প্রকৌশলী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ বগুড়া ॥ শনিবার দুপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ মাইল এলাকায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুল আজিজ (৭৫) ও হাওয়া বেগম (৩৫)। কিশোরগঞ্জ ॥ জেলার কুলিয়ারচরে বাসচাপায় জুঁই বেগম (৬) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে উপজেলার ছয়সূতির নোয়াগাঁও গ্রামের মফিজুল ইসলামের শিশুকন্যা বলে জানা গেছে। লালমনিরহাট ॥ জেলার আদিতমারী উপজেলার সাপ্টাবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার গ্রামে শনিবার বেলা ১১টায় ট্রাকচাপায় আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সাভার ॥ শনিবার দুপুরে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া বেড়িবাঁধে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। জয়পুরহাট ॥ শনিবার সকালে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের পাইকরতলী নামক স্থানে ইজি পাওয়ার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় লামিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ফতুল্লা থানার ভোলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ফরিদপুর ॥ ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুসুর রহমান (৫৪) নামের এক প্রকৌশলী। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
×