ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসো মিলি প্রাণের মেলায়

প্রকাশিত: ০৪:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

এসো মিলি প্রাণের মেলায়

মেলা মানে মিলিত হওয়া। বাংলাদেশ মেলার দেশ। দেশের শেকড় সংস্কৃতির একটি বড় অনুষঙ্গ মেলা। বাঙালীর আদি সংস্কৃতির সঙ্গে মেলার ঐতিহ্য বহু পুরনো। গ্রামীণমেলা থেকে শুরু করে বিভিন্ন ধারার মেলা নিয়ে বাংলার ঐতিহ্য ভুলার নয়। এসব মেলার ভিড়ে বাংলার এক মহান ঐতিহ্য ‘একুশে বইমেলা’ একুশে বইমেলা বাংলাদেশের ঐতিহ্যের স্মারক। বছর ঘুরে ঢাকার বাংলা একাডেমি ছাপিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে জমে উঠেছে। বাঙালীর জাতীয় বই মহোৎসব। বইমেলা মানে বই আর বই। বইমেলা মানে জ্ঞান সরোবরে অবগাহন। জ্ঞান অন্বেষণে আলোকিত জীবনের জন্য বইয়ের বিকল্প নেই। বইমেলায় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বই আর বই। বইমেলা মানে বইয়ের বাগান। বইমেলা ঘিরে চলেছে মনে মনে মেলবন্ধন। প্রাণে প্রাণে মিলন সেতু। ভাষার মাস একুশ ঘিরে ‘একুশে বইমেলা’ নিয়ে আসে বইপ্রেমীদের এক মিলন ক্ষেত্র। লেখক, পাঠক, প্রকাশকদের এক মহাতীর্থ একুশে বইমেলা। শিশু, যুবা, বৃদ্ধদের সারি চলেছে বইমেলায়। তাই আর দেরি নয়। বইমেলায় আসুন, বই কিনুন। বই পড়ুন-আলোকিত জীবন গড়ুন। ‘দিন যাবে না অবহেলায় এসো মিলি প্রাণের মেলায়’। শ্যামল চৌধুরী মোহনপুর, নেত্রকোনা।
×