ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘জীবন পাঠশালা’

প্রকাশিত: ০৬:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

‘জীবন পাঠশালা’

রাজধানীর ছিন্নমূল ও ভাসমান শিশুদের নিয়ে ‘জীবন পাঠশালা’ নামে একটি স্কুল পরিচালনা করেন টিসা ও আসিফ। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই স্কুলটিতে তাঁরা পাঠ দান করেন। অনেক কষ্ট করে মোটামুটি ৩০ শিক্ষার্থী নিয়ে টিসা ও আসিফ গড়ে তুলেছেন স্কুলটি। তাদের এই প্রচেষ্টা ইতোমধ্যে অনেক প্রশংসা কুড়িয়েছে। টিসা ও আসিফ জানান, ছিন্নমূল ও ভাসমান শিশুদের শিক্ষায় বিত্তবানরা এগিয়ে এলেই তবে দেশকে ভালভাবে গড়ে তোলা সহজ হবে। হাইকোর্ট এলাকা থেকে রবিবার ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী জীবন ঘোষ।
×