ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও উন্নতি চান ম্যাথুস

প্রকাশিত: ০৬:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

আরও উন্নতি চান ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হার মানে শ্রীলঙ্কা। সহ-আয়োজক নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানের বড় ব্যবধানের পরাজয়ের পর আফগানদের বিপক্ষে ম্যাচটি ছিল টুর্নামেন্টে ফেরার লড়াই। আর সেই লড়াইয়ে জয় পেল এ্যাঞ্জেলো ম্যাথুসের দল। তবে ঘাম ঝড়িয়ে। রবিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় সাবেক চ্যাম্পিয়নরা। যে কারণে ম্যাচের পারফর্মেন্সে সন্তুষ্ট নয় কেউ। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে ঠিকে থাকতে হলে দলের পারফর্মেন্সের আরও উন্নতি করতে হবে বলে মনে করছেন লঙ্কান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। আফগানদের হারানোর পরই সংবাদ সম্মেলনে ম্যাথুস বলেন, ‘প্রকৃতপক্ষে টুর্নামেন্টে বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার জন্য আমাদের খেলার মান আরও উন্নতি করতে হবে। এই মুহূর্তে আমি খুব স্বস্তিতে আছি। তবে আমি ভেবেও ছিলাম যে আমরা ভাল করব। প্রতিপক্ষ (আফগানিস্তান) শুরুতেই বেশ ভাল খেলেছে। শেষের দিকে আমাদের পারফর্মেন্সও ভাল হয়েছে।’ আফগানিস্তানের বিপক্ষে ২ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। গোল্ডেন ডাক পান দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে এবং তিলকারতেœ দিলশান। যা বিশ্বকাপের ইতিহাসেরই প্রথম ঘটনা। দলের এই লজ্জা শেষে ডাকেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস নিজে। ম্যাথুস ৪৪ রানে আউট হয়ে সাজঘরে ফিরে এলেও জয়াবর্ধনে শতরান করেই প্যাভিলিয়নে ফিরেন। সেইসঙ্গে জয়াসুরিয়া, সিলভা এবং কুমার সাঙ্গাকারার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজারি ক্লাবের মাইলফলক স্পর্শ করেন। শেষে ম্যাচ সেরার পুরস্কারটাও জেতেন ৩৭ বছর বয়সী জয়াবর্ধনে। শ্রীলঙ্কা জয় পেলেও প্রতিপক্ষ আফগানিস্তানের প্রশংসা করেছেন তিনি। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সব ক্ষেত্রেই নিজেদের সেরাটা দিয়ে খেলেছে আফগানরা। যে কারণে মাহেলা জয়াবর্ধনে মনে করেন বড় দল আর আফগানিস্তানের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। এ বিষয়ে জয়াবর্ধনের অভিমত হলো, ‘অবশ্যই সব কৃতিত্ব আফগানিস্তানকে দিতে হয়। কঠিন সময়েও তারা ভালভাবে লড়াই করেছে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও চমৎকার পারফর্মেন্স উপহার দিয়েছে দলটি। তাদের পেস, মোভমেন্ট সবকিছুই ভাল। ক্রিকেটের শীর্ষ সারির দলগুলোর সঙ্গে তাদের তেমন বড় কোন ব্যবধান নেই।’ এমনটা অবশ্য আফগানিস্তান আরও আগে থেকেই দাবি করে আসছে। তবে ম্যাচ শেষে আফগান দলপতি মোহাম্মদ নবি লঙ্কানদের কাছে হারের ব্যবধান দেখছেন মাত্র ৩০-৪০ রানের। প্রথমে ব্যাট করে তা করতে পারলেই জয়ের স্বপ্ন দেখতে পারতেন তারা। এ বিষয়ে নবি বলেন, ‘আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ থেকে ৪০ রান কম করেছি আমরা। ম্যাচের প্রথম ১০ থেকে আমরা খুবই ভাল করেছি। ম্যাচের শেষেও আমরা তাদের ব্যাটসম্যানদের চাপে রাখতে পেরেছি। মোট কথা পুরো ম্যাচেই আমরা তাদের সুযোগ দেইনি আমরা। আর এখানেই আমাদের সন্তুষ্টি।’ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৫ রানে হেরেছিল আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচেই পরাজয় দেখল তারা। পরবর্তী ম্যাচে আফগানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ডানেডিনে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে আফগানিস্তান।
×