ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-টরেন্টো ফ্লাইট চালুর আগ্রহ কানাডার

প্রকাশিত: ০৬:২১, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা-টরেন্টো ফ্লাইট চালুর আগ্রহ কানাডার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে টরেন্টোতে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে কানাডা। এছাড়া বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়নে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বিনোয়েত পিয়ারে লারামি সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান। এ সময় দেশের চলমান রাজনীতি সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, এটা বাংলাদেশের সমস্যা, তারাই এ সমস্যার সমাধান করবে। বাংলাদেশ-কানাডা বন্ধুপ্রতিম দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, কানাডা- বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু দেশ। দেশের বিমান ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাতকে যুগোপযোগী করে গড়ে তুলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। ভুটান ও নেপালের মধ্যে বিমান যোগাযোগ সহজতর করতে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া চলছে।
×