ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় বাসচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৮

প্রকাশিত: ০৬:০২, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

কুমিল্লায় বাসচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৮

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি ॥ কুমিল্লায় একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলে একই পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার সংলগ্ন ফুড প্যালেস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন মহিলা ও দুটি শিশু রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘ইউনিক পরিবহন’র একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজির চালকসহ আটজন নিহত হয়। নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সিএনজি চালক চৌদ্দগ্রামের আমানগ-া গ্রামের কোব্বাত মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩৬), সিএনজি যাত্রী নারায়ণপুর গ্রামের আবদুর রবের স্ত্রী জেসমিন আক্তার (৩৭), তাঁর মেয়ে ডলি (১২), একই গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী কুলসুম আক্তার (৩৫), কুলসুমের বোন দেবীপুর গ্রামের রিপন মিয়ার স্ত্রী রোজিনা (৩২), তাঁর মেয়ে সুমাইয়া (৭), মৃত আসলাম মিয়ার ছেলে দুলাল মিয়া ও অজ্ঞাত এক পুরুষ (৩২)। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। নিহতরা সবাই দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকার হওয়ায় সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এদিকে দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় রেলমন্ত্রী মুজিবুল হক গভীর শোক প্রকাশ করেছেন।
×