ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোদি সরকারের সমালোচনায় এ্যামনেস্টি

প্রকাশিত: ০৬:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

মোদি সরকারের সমালোচনায় এ্যামনেস্টি

মানবাধিকার গোষ্ঠী এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে বলেছে, তাঁর সরকারের অধীনে ভারতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং সরকারের ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ হাজার হাজার ভারতীয়কে বলপূর্বক তাদের জমি থেকে উচ্ছেদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। খবর পিটিআইর। বুধবার প্রকাশিত ২০১৫ সালের বার্ষিক রিপোর্টে এ্যামনেস্টি ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন পর্যন্ত ভোটগ্রহণ সম্পর্কিত সহিংসতা, সাম্প্রদায়িক সহিংসতা এবং কর্পোরেট প্রকল্পসমূহের ব্যাপারে আলোচনায় বসতে ব্যর্থতাকে প্রধান উদ্বেগ হিসেবে তুলে ধরা হয়। সুশাসন এবং সকলের জন্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অর্থনৈতিক কল্যাণ সাধনের সুযোগ সৃষ্টি করা এবং দারিদ্র্যের মধ্যে বসবাসকারী জনগণের স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা উন্নয়নের অঙ্গীকার করেছিলেন। রিপোর্টে গুরুত্ব দেয়া হয় যে, ‘কর্তৃপক্ষ অব্যাহতভাবে জনগণের গোপনীয়তা রক্ষার অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করেছে। উত্তর প্রদেশ ও অপর কয়েকটি রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং দুর্নীতি, জাতি-বর্ণভিত্তিক বৈষম্য ও জাতপাতজনিত সহিংসতা এখনও ছড়িয়ে আছে।’ সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে উল্লেখ করা হয় যে, নির্বাচনের পূর্বে উত্তর প্রদেশে পরপর কয়েকটি সাম্প্রদায়িকতামিশ্রিত ঘটনা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে।
×