ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশী ব্যাংকে সিইও নিয়োগে কর্মানুমতি লাগবে

প্রকাশিত: ০৬:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বিদেশী ব্যাংকে সিইও নিয়োগে কর্মানুমতি লাগবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে কার্যরত বিদেশী ব্যাংকের স্থানীয় প্রধান নির্বাহী (সিইও) পদে বিদেশী নাগরিক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের কর্মানুমতি নিতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত বিদেশী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১৫ক(২) ধারা অনুয়ায়ী কোন ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার পদ তিন মাসের বেশি শূন্য রাখা যাবে না। এ বিধানটি দেশে কার্যরত বিদেশী সব ব্যাংকের স্থানীয় প্রধান নির্বাহীদের ক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসা সম্প্রসারণেরও জনপ্রিয় মাধ্যম ফেসবুক অর্থনৈতিক রিপোর্টার ॥ ফেসবুক এখন আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, ব্যবসা প্রসারেরও জনপ্রিয় মাধ্যম। এ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিশ্বের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান তাদের ব্যবসাকে আরও প্রসারিত করছে। ফলে দিন দিন ফেসবুকে বাড়ছে বিজ্ঞাপনদাতাদের হার। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে রয়টার্স ও এএফপি জানিয়েছে, গত দেড় বছরে ফেসবুকে সক্রিয় বিজ্ঞাপনদাতার সংখ্যা পৌঁছেছে ২০ লাখে। গত বছরের জুলাই নাগাদ তা ছিল প্রায় ১৫ লাখ। গ্লোবাল মার্কেট ও ক্ষুদ্র ব্যবসায় দায়িত্বপ্রাপ্ত ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ড্যান লেভি বলেন, বর্তমানে ৩ কোটি ক্ষুদ্র ব্যবসায়ীর ফেসবুক পেজ রয়েছে। এ সব ব্যবসায়ীর সহায়তা ও তাদের ব্যবসা বাড়াতে এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। তিনি বলেন, যেহেতু এখন মানুষ মোবাইল, ট্যাবলেটের মাধ্যমে বেশি সক্রিয় থাকে, তাই এ সব ডিভাইসের জন্য নতুন এ্যাডস ম্যানেজার এ্যাপ চালু করেছে ফেসবুক; যার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা সহজেই তাঁদের বিজ্ঞাপনকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
×